ছ'মাসে ৪০০ শতাংশ পর্যন্ত বেড়েছে এই শেয়ারগুলির দর
গত কয়েক মাস ধরে লাগাতার উত্থান হয়েছে ন্যাশনাল স্টক এক্সেঞ্চের সূচক নিফটির। বিশেষ করে গত ২৬ জুলাই ১০,০০০ এর ঘর পার করার পর লাফিয়ে বেড়েছে সূচক। আর তাতেই মোটা মুনাফা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।
ওয়েব ডেস্ক: গত কয়েক মাস ধরে লাগাতার উত্থান হয়েছে ন্যাশনাল স্টক এক্সেঞ্চের সূচক নিফটির। বিশেষ করে গত ২৬ জুলাই ১০,০০০ এর ঘর পার করার পর লাফিয়ে বেড়েছে সূচক। আর তাতেই মোটা মুনাফা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন - ইঞ্জিনিয়ারদের পরামর্শে ভাঙা হল মা উড়ালপুলের ডিভাইডারে ঢাউস ফুলের টবগুলি
চলতি সপ্তাহেই ১০,৬০০-র ঘর পেরিয়েছে নিফটির শেয়ার সূচক। যা নতুন করে উত্সাহ তৈরি করেছে বিনিয়োগকারীদের মধ্যে। অনেকেই মোটা অংকের টাকা বিনিয়োগ করছেন শেয়ার বাজারে। কিন্তু জানেন কি এই ছ'মাসে মাটি থেকে আকাশ ছুঁয়েছে বেশ কয়েকটি শেয়ারের দর? ৪০০ শতাংশ পর্যন্ত বেড়েছে শেয়ারগুলি।
বিশেষজ্ঞরা যদিও অত্যুত্সাহীদের বারবার সাবধান করেছেন। বলছেন, যে কোনও সময় শেয়ার সূচকের বৃদ্ধি স্থবির হতে পারে। এমনকী শেয়ার সূচক ডুব দিতে পারে বলেও সাবধান করেছেন অনেকে।