অনাস্থায় আস্থা যুদ্ধে হেরে একঘরে তৃণমূল

অনাস্থা প্রস্তাবকে ঘিরে লোকসভায় একঘরে হয়ে গেল তৃণমূল কংগ্রেস। প্রয়োজনীয় সংখ্যা ও সমর্থন না থাকায় খারিজ হয়ে গেল তৃণমূলের অনাস্থা প্রস্তাব। আজ তৃণমূল কংগ্রেসের তরফে অনাস্থা এনেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ন্যূনতম ৫০ জনের সমর্থন দরকার ছিল। কিন্তু তৃণমূলের মোট ১৮ জন সাংসদ এবং বিজেডির তিনজন সাংসদ অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন।

Updated By: Nov 22, 2012, 03:49 PM IST

অনাস্থা প্রস্তাবকে ঘিরে লোকসভায় একঘরে হয়ে গেল তৃণমূল কংগ্রেস। প্রয়োজনীয় সংখ্যা ও সমর্থন না থাকায় খারিজ হয়ে গেল তৃণমূলের অনাস্থা প্রস্তাব। আজ তৃণমূল কংগ্রেসের তরফে অনাস্থা এনেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ন্যূনতম ৫০ জনের সমর্থন দরকার ছিল। কিন্তু তৃণমূলের মোট ১৮ জন সাংসদ এবং বিজেডির তিনজন সাংসদ অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন।
এমনকি প্রথমে সমর্থনের আশ্বাস দিলেও শেষ মুহূর্তে জয়ললিতার দলের নজন সাংসদেরও সমর্থন পেল না তৃণমূল।  জোটসঙ্গী এসইউসিআইয়ের সাংসদও সমর্থন করেনি তৃণমূলের অনাস্থা প্রস্তাবকে। অনাস্থা প্রস্তাবকে ঘিরে তাই দিল্লির রাজনীতিতে কার্যত এক ঘরে হয়ে গেল তৃণমূল কংগ্রেস।  

.