কেন্দ্রের বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। এই অভিযোগে আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্ধেয় রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

Updated By: Aug 23, 2016, 09:11 PM IST
কেন্দ্রের বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

ওয়েব ডেস্ক: রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। এই অভিযোগে আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্ধেয় রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

দশজনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর আগে শনিবার সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের একটি চিঠি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আর্থিক নিয়ন্ত্রণের নামে রাজ্যে ঘুরপথে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে কেন্দ্র। জোর করে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের আর্থিক দায় বাড়িয়ে দেওয়া হয়েছে। খরচে নজরদারি চালাতে ট্রেজারিতে পাহারাদার বসানোর চক্রান্ত চলছে বলেও অভিযোগ তাঁর। বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে মন্তব্য করেন তিনি। সেদিনই এবিষয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

.