টুইটারে বদলির আবেদন প্রত্যাখ্যান সুষমার

"দয়া করে আমার স্ত্রীকে ট্রান্সফার করে দিন" টুইট্যারে এমনই এক অদ্ভুত অনুরোধ এল ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে। আর এই অনুরোধ পাওয়া মাত্রই সটান 'না' বলে দিলেন 'ক্রুদ্ধ' সুষমা।

Updated By: Jan 9, 2017, 02:29 PM IST
টুইটারে বদলির আবেদন প্রত্যাখ্যান সুষমার

ওয়েব ডেস্ক: "দয়া করে আমার স্ত্রীকে ট্রান্সফার করে দিন" টুইট্যারে এমনই এক অদ্ভুত অনুরোধ এল ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে। আর এই অনুরোধ পাওয়া মাত্রই সটান 'না' বলে দিলেন 'ক্রুদ্ধ' সুষমা।

শুধু 'না' বলেই থামেননি সদ্য কিডনি প্রতিস্থাপন করে সেরে ওঠা মন্ত্রী। তিনি তাঁর উত্তরে জানিয়েছেন, "যদি আপনি বা আপনার স্ত্রী আমার মন্ত্রকের কর্মী হন তাহলে এইভাবে বদলির আবেদন করায়, আমি আপনাদের সাসপেন্ড করতাম"। অনুরোধটি যিনি করেছেন তিনি থাকেন পুনেতে এবং পেশায় একজন আইটি কর্মী। কিন্তু তাঁর স্ত্রী ঝাঁসিতে কর্মরত রেলকর্মী। আর তাই ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে তাঁর নিজের শহর অর্থাত্ পুনেতে নিয়ে আসতে চেয়ে এই অনুরোধটি করেছেন। উল্লেখ্য, এমনিতে টুইট্যারের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন সুষমা। কিন্তু এই ধরনের আবেদনে তিনি দৃশ্যতই ক্ষেপে গিয়ে বুঝিয়ে দিলেন যে মন্ত্রকের নিয়মের বিষয়ে তিনি কতটা কঠোর।

আরও পড়ুন- প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক

.