কোম্পানির ৬০০ কর্মীকে গাড়ি উপহার দিচ্ছেন সুরাটের ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া
হরি কৃষ্ণ গ্রুপে রয়েছেন ৫,৫০০ কর্মী। এদের মধ্যে ৪০০০ কর্মী বিগত বছরগুলিতে দীপাবলীতে দামি উপহার পেয়ে গিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: দীপাবলীতে সাধারণ কোনও উপহার নয়, কর্মচারীদের জন্য ফের গাড়িই উপহার দিচ্ছেন সুরাটের হিরে ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া। গত চার বছর ধরে ঢোলাকিয়া কর্মচারীদের এভাবেই গাড়ি উপহার দিচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
আরও পড়ুন-মেয়ের বিয়ের নিমন্ত্রণ নিয়ে ধুন্ধুমার, মেরে মাথা ফাটাল পড়শি
ওই উপহার এবার দেওয়া হবে ৬০০ হিরে কর্মী ও ইঞ্জিনিয়ারকে। সাবজি ঢোলাকিয়া তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, হরি কৃষ্ণ গ্রুপ ২৫ অক্টোবর আয়োজন করছে স্কিল ইন্ডিয়া ইনসেন্টিভ সেরিমনি ২০১৮। ওই অনুষ্ঠানে কোম্পানির ১,৭০০ হিরে কর্মীকে এবার দীপাবলীর বোনাস দেওয়া হবে।
কোনও কোনও মহলের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ নরেন্দ্র মোদী। তবে এমনও শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানের সূচনা করবেন। কোম্পানি সূত্রে খবর, এবার হিরে পালিশ কর্মীদের দেওয়া হবে মারুতি সুজুকি অল্টো ও মারুতি সুজুকি সেলেরিও গাড়ি। বাজারে এই গাড়ির দাম যথাক্রমে ৩.৫৬ লাখ ও ৫.৩৮ লাখ।
আরও পড়ুন-মোবাইল টাওয়ার লোকেশনই ধরিয়ে দিল অর্চনা পালংদার খুনে জড়িত 'তৃতীয় ব্যক্তি'কে!
প্রসঙ্গত হরি কৃষ্ণ গ্রুপে রয়েছেন ৫,৫০০ কর্মী। এদের মধ্যে ৪০০০ কর্মী বিগত বছরগুলিতে দীপাবলীতে দামি উপহার পেয়ে গিয়েছেন। কোম্পানির ব্যাতসরিক ব্যবসার পরিমান ৬,০০০ কোটি টাকা। গত মাসে সাবজি ঢোলাকিয়া কোম্পানির ৩ সিনিয়র কর্মীকে ৩টি মার্সিডিজ বেঞ্চ গাড়ি উপহার দিয়েছেন। প্রত্যেকটি গাড়ির দাম ১ কোটি টাকা।