অ্যাসিড কেনা-বেচায় সুপ্রিম কোর্টের নতুন নিয়ম
দেশে অ্যাসিড হামলা ক্রমশ বেড়ে চলায় রাজ্যগুলিকে দ্রুত ততপর হওয়ার হওয়ার নির্দেশি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুসারে গত ৩০ নভেম্বর রাজ্য সরকারের সরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় হয়। ওই নির্দেশিকা অনুসারে বলা হয়েছে-
ওয়েব ডেস্ক: দেশে অ্যাসিড হামলা ক্রমশ বেড়ে চলায় রাজ্যগুলিকে দ্রুত ততপর হওয়ার হওয়ার নির্দেশি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুসারে গত ৩০ নভেম্বর রাজ্য সরকারের সরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় হয়। ওই নির্দেশিকা অনুসারে বলা হয়েছে-
১) প্রতিটি দোকানে একটি লগবুক বা রেজিস্টার রাখতে হবে।
২) অ্যাসিডের ক্রেতার যে কোনও সরকারি পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।
৩) ক্রেতার নাম, ঠিকানা এবং কী কারণে অ্যাসিড কেনা হচ্ছে তার খতিয়ান রাখতে হবে ওই লগবুকে।
৪) কলকাতায় পুলিসের ডিসি এবং জেলায় এসডিওকে প্রতি ১৫ দিন অন্তর দোকানে রাখা অ্যাসিডের হিসাব ও তথ্য জানাতে হবে।
৫) স্কুল কলেজের ল্যাবরেটরিতেও অ্যাসিড ব্যবহার হয়। সেখানকার জন্যেও রয়েছে নির্দেশিকা। ল্যাবরেটরিতে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে একজন কর্মী রাখতে হবে যিনি অ্যাসিডের ব্যবহার সংক্রান্ত হিসাব রাখবেন।
৬) অ্যাসিডের নিষেধাজ্ঞায় মিউরেটিক অ্যাসিড থেকে কার্বলিক বা অ্যাসিটিক অ্যাসিডও পড়ছে।
৭) সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, নিয়ম ভাঙলে ৫০ হাজার টাকা জরিমানা।