Lakhimpur Kheri: বাতিল Ashish Mishra-র জামিন, সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করতে হবে ১ সপ্তাহের মধ্যে

আশিস মিশ্রের বিরুদ্ধে লখিমপুর খেরিতে চার কৃষক এবং একজন সাংবাদিককের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে

Updated By: Apr 18, 2022, 01:22 PM IST
Lakhimpur Kheri: বাতিল Ashish Mishra-র জামিন, সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করতে হবে ১ সপ্তাহের মধ্যে

নিজস্ব প্রতিবেদন: আবার খবরের শিরোনামে লখিমপুর খেরি। এবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র জামিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অজয় মিশ্র ২০২০ সালের উত্তর প্রদেশে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত। 

ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে এলাহাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। সেই সময় উত্তর প্রদেশ নির্বাচনের প্রচার চলছিল। ছেলের জামিনের পরেই উত্তর প্রদেশের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ভোট প্রচার শুরু করেন।  লখিমপুরের ঘটনায় মৃত কৃষকরা আশিস মিশ্রর জামিনের বিরুদ্ধে আবেদন করে। 

সুপ্রিম কোর্ট জানিয়েছে যে হাই কোর্টের সিদ্ধান্ত কিছু 'অপ্রয়োজনীয় অব্জারভেশন' এবং প্রয়োজনীয় বিষয়ের উপেক্ষার উপর নির্ভর করে করা হয়েছে।   

আরও পড়ুন: 'কেরালার পরিস্থিতি দেশের জন্য সমস্যা', স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার BJP-র

আশিস মিশ্রের বিরুদ্ধে লখিমপুর খেরিতে তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন চার কৃষক এবং একজন সাংবাদিককের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। 

সুপ্রিম কোর্টের কাছে একটি পিটিশনে, কৃষক পরিবারগুলি জানিয়েছে যে আশিস মিশ্রের জামিন বাতিল করা উচিত কারণ তিনি সাক্ষীদের হুমকি দেবেন। মার্চ মাসে একজন সাক্ষীকে আক্রমণ করা হয়েছিল এবং সাম্প্রতিক ইউপি নির্বাচনে বিজেপির জয়ের কথা উল্লেখ করে হামলাকারীরা হুমকি দিয়েছে বলে তারা অভিযোগ করেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.