অবশেষে লখনউ পুলিসের কাছে আত্মসমর্পণ সুব্রত রায়ের, সুপ্রিমকোর্টে সাহারার কর্ণধারের আবেদন খারিজ, ৪ মার্চ পর্যন্ত পুলিসি হেফাজতে সাহারা প্রধান

অবশেষে আত্মসমর্পণ করলেন সাহারার কর্ণধার সুব্রত রায়। গতকাল থেকে `বেপাত্তা` সাহারাশ্রী আজ লখনউ পুলিসের কাছে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিসি হেফাজতে রয়েছেন। ৪ মার্চ পর্যন্ত পুলিসি হেফাজতে থাকবেন তিনি। এর আগে সুপ্রিমকোর্টে তাঁর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন সাহারার প্রধান। সুপ্রিমকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Updated By: Feb 28, 2014, 11:11 AM IST

অবশেষে আত্মসমর্পণ করলেন সাহারার কর্ণধার সুব্রত রায়। গতকাল থেকে `বেপাত্তা` সাহারাশ্রী আজ লখনউ পুলিসের কাছে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিসি হেফাজতে রয়েছেন। ৪ মার্চ পর্যন্ত পুলিসি হেফাজতে থাকবেন তিনি। এর আগে সুপ্রিমকোর্টে তাঁর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন সাহারার প্রধান। সুপ্রিমকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।

গতকালই `নিখোঁজ` সুব্রত রায়ই এই সপ্তাহে হাজিরা না দেওয়ার জন্য সুপ্রিমকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এর সঙ্গেই সাহারাশ্রীর শীর্ষ আদালতে তাঁর জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা নিয়ে আরও একবার ভেবে দেখার জন্য প্রার্থনাও করেন।

গতকাল বিকেল তিনটে নাগাদ সাহারা কর্ণধার সুব্রত রায়কে গ্রেফতার করতে তাঁর বাড়ি গিয়েও খালি হাতেই ফিরতে হয় পুলিসকে। গ্রেফতারের জন্য দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষায় ছিল লখনউ পুলিস। কিন্তু সাহারা কর্ণধার বাড়িতে নেই বলে জানায় পুলিস। তবে তাঁর সন্ধানে তল্লাসি চলবে বলেই লখনউ পুলিসের তরফে জানান হয়েছে। গ্রেফতারি এড়াতে আজ সুপ্রিম কোর্টে আপিল করেন সাহারা কর্ণধার।

বুধবার সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে সুপ্রিম কোর্ট। লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার জন্য সুব্রত রায়ের দুটি কোম্পানিকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই সূত্রেই বুধবার সুপ্রিম কোর্টে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। বিচারপতি কে এস রাধাকৃষ্ণন এবং বিচারপতি জে এস খেহরের বেঞ্চ জানিয়ে দেয়, আদালতে উপস্থিত না থাকায় সাহারা কর্ণধারের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি এড়াতে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন সুব্রত রায়।

.