Assembly Election 2023: ৭ নভেম্বর থেকে শুরু, দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা, নতুন ভোটার ৬০.২ লাখ!
এই ৫ রাজ্যের মোট ৬৭৯ বিধানসভা আসনে ভোট হবে। মোট ভোটার ১৬.১ কোটি। মোট ১.৭৭ লাখ বুথে ভোটগ্রহণ হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দেশের ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। মিজোরাম, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা- এই ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ৭ নভেম্বর থেকে শুরু ভোটগ্রহণ। প্রথম ভোট মিজোরামে। ১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে ৫ রাজ্যে ভোটগ্রহণ। শেষ ভোট তেলঙ্গানায় ৩০ নভেম্বর। ভোটগণনা ও ফলাফল ঘোষণা ৫ রাজ্যেই ৩ ডিসেম্বর।
বিধানসভা ভোটের দিনক্ষণ:
মিজোরাম- একদফায় ভোট ৭ নভেম্বর
ছত্তীসগড়- ২ দফায় ভোট ৭ ও ১৭ নভেম্বর
মধ্যপ্রদেশ- একদফায় ভোট ১৭ নভেম্বর
রাজস্থান- একদফায় ভোট ২৩ নভেম্বর
তেলঙ্গানা- একদফায় ভোট ৩০ নভেম্বর
এই ৫ রাজ্যের মোট ৬৭৯ বিধানসভা আসনে ভোট হবে। মোট ভোটার ১৬.১ কোটি। যা দেশের মোট বিধানসভা আসন ও ভোটার সংখ্যার ভিত্তিতে ৬ ভাগের ১ ভাগ। মোট পুরুষ ভোটার ৮.২ কোটি। মোট মহিলা ভোটার ৭.৮ কোটি। নতুন ভোটার ৬০.২ লাখ। মোট ১.৭৭ লাখ বুথে ভোটগ্রহণ হবে।
For the upcoming Assembly elections 2023 in five states, 1.77 lakh polling stations will be set up in 679 assembly constituencies: Chief Election Commissioner Rajiv Kumar pic.twitter.com/VZm8RWZhF9
— ANI (@ANI) October 9, 2023
২০১৩-এর ডিসেম্বর থেকে ২০২৪-এর জানুয়ারির মধ্যেই শেষ হচ্ছে মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা- এই ৫ রাজ্যের বিধানসভার মেয়াদ। এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৪-এর লোকসভা ভোটের আগে শক্তি পরীক্ষার অ্যাসিড টেস্ট হতে চলেছে বিজেপি, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলির কাছে।
বিধানসভার মেয়াদ শেষ:
মিজোরাম- ১৭ ডিসেম্বর
ছত্তীসগড়- ৩ জানুয়ারি
মধ্যপ্রদেশ- ৮ জানুয়ারি
রাজস্থান- ১৪ জানুয়ারি
তেলঙ্গানা- ১৮ জানুয়ারি
এই ৫ রাজ্যের মধ্যে কংগ্রেস ক্ষমতায় আছে রাজস্থান ও ছত্তিশগড়ে। বিজেপির সরকার মধ্যপ্রদেশে। কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি ক্ষমতায় আছে তেলাঙ্গানায়। আর মিজোরামে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্টের সরকার। ৫ রাজ্যে ভোটগ্রহণ ভিন্ন ভিন্ন দিনে হলেও, ভোটগণনা সব রাজ্যেই একদিনে হবে, ৩ ডিসেম্বর।
আরও পড়ুন, Sikkim Flash Flood: তিস্তার তাণ্ডবে জনশূন্য সিকিমের রংপো, আস্ত শহরটাই পলিমাটির নীচে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)