‘হর্ হর্ গঙ্গা’, কুম্ভমেলায় নিজের পুণ্যস্নানের ছবি পোস্ট স্মৃতি ইরানির
কুম্ভমেলায় পূণ্যস্নান প্রথমে করেন বিভিন্ন আখড়ার সাধুরা। তার পর সাধারণ পুণ্যার্থীরা স্নানে নামেন। এবার জুনা আখড়ার সাধুরা প্রথম পুণ্যস্নান করেছেন বলে জানা গিয়েছে
নিজস্ব প্রতিবেদন: প্রয়াগরাজে মকরসংক্রান্তির ‘শাহি স্নান’ সেরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর ছবির ক্যাপশন ‘হর্ হর্ গঙ্গা।’ মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে প্রায় ১২ কোটি মানুষের সমাগম হয়েছে কুম্ভমেলায়। বাদ পড়েননি নেতা-মন্ত্রীরাও। এ দিন প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নান সারেন স্মৃতি ইরানি-ও।
আরও পড়ুন- জওয়ান গাইলেন “সন্দেশে আতে হ্যায়”, আবেগে ভাসল দেশবাসী
প্রসঙ্গত, কুম্ভমেলায় পূণ্যস্নান প্রথমে করেন বিভিন্ন আখড়ার সাধুরা। তার পর সাধারণ পুণ্যার্থীরা স্নানে নামেন। এবার জুনা আখড়ার সাধুরা প্রথম পুণ্যস্নান করেছেন বলে জানা গিয়েছে। মেলা ঘিরে প্রয়াগরাজে বহু মানুষ ভিড় জমিয়েছেন। তাঁদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে আঁটসাঁট। যদিও তার মধ্যেই সোমবার সকালে কুম্ভমেলার দিগম্বর আখড়ার রান্নার সময় আগুন লেগে যায়। সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। হতাহত ছিল না। তবুও নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়।
আরও পড়ুন- উত্তর প্রদেশই ঠিক করবে কে হবেন প্রধানমন্ত্রী? এটাই না কি মায়াবতীর জন্মদিনের ‘গিফট’!
সকাল সকাল পূণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সকলকে প্রয়াগরাজের কুম্ভমেলায় সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। এদিন সকালে এ নিয়ে তিনি একটি ট্যুইট করেন। ট্যুইটের সঙ্গে শুভেচ্ছার একটি ভিডিয়োও তিনি পোস্ট করেন।ওই ট্যুইটে মোদী আশাপ্রকাশ করে লিখেছেন, ''ভারতের আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সামাজিক বিধি দাতার সঙ্গে দেশ-বিদেশের পূণ্যার্থীরা পরিচিত হবেন। অনেক অনেক মানুষ এই পুণ্য-আয়োজনের অংশীদার হোক।''