সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন, আপাতত হাজতেই বাস সুব্রত রায়ের
এখনই ছাড়া পাচ্ছেন না সুব্রত রায়। সাহারা কর্তার জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুব্রত রায়কে এখনই ১০ হাজার কোটি টাকা দিতে হবে সেবিকে। বাকি ৩৬ হাজার কোটি টাকা ১৮টি কিস্তিতে দিতে পারবেন তিনি।
Updated By: Jun 19, 2015, 02:06 PM IST
ব্যুরো: এখনই ছাড়া পাচ্ছেন না সুব্রত রায়। সাহারা কর্তার জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুব্রত রায়কে এখনই ১০ হাজার কোটি টাকা দিতে হবে সেবিকে। বাকি ৩৬ হাজার কোটি টাকা ১৮টি কিস্তিতে দিতে পারবেন তিনি।
কিন্তু শীর্ষ আদালতের এই নির্দেশ মানতে টাকা জোগাড় করতে পারছেন না সাহারা কর্তা। ব্যাঙ্ক গ্যারান্টি দিতে পারেননি তিনি। সে কারণেই তাঁর জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তিহার জেলে তাঁর হেফাজতের মেয়াদ আরও আট সপ্তাহ বাড়াল শীর্ষ আদালত।
সুব্রত রায়ের সঙ্গে তিহারে বন্দী আরও সাহারার দুই অন্যতম শীর্ষ ডিরেক্টরেরও জামিন হল না।