ঋণে ন্যূনতম সুদের হার বাড়াচ্ছে এসবিআই
ঋণের উপরে ন্যূনতম সুদের হার বাড়াল এসবিআই। বাড়তে পারে ইএমআই।
Updated By: Mar 1, 2018, 02:50 PM IST
নিজস্ব প্রতিবেদন: মুদ্রাস্ফীতি বাড়ছে। কমেছে পিএফে সুদের হারও। এবার মধ্যবিত্তের উপরে চাপতে চলছে বর্ধিত ইএমআই-এর বোঝা। ঋণের উপর ন্যূনতম সুদের হার বাড়াচ্ছে এসবিআই। একবছরের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক।
থমসন রয়টার্সের তথ্য বলছে, ২০১৬ সালের ১ এপ্রিলের পর এই প্রথম ন্যূনতম সুদের হার বাড়াল এসবিআই। একবছরে ন্যূনতম সুদের হার বেড়ে হল ৮.১৫%। তা আগে ছিল ৭.৯৫%।
ঋণের উপরে ন্যূনতম সুদের হার ব্যবস্থা সম্প্রতি চালু করেছে আরবিআই। আরবিআই রেপো রেট অপরির্তিত রাখলেও ব্যাঙ্কগুলি ঋণের উপর সুদের হার বাড়াচ্ছে। তাদের যুক্তি, বন্ড ও অন্যান্য খরচের জেরে লাভ কমছে।
আরও পড়ুন- আর্থিক বৃদ্ধিতে চিনকে পিছনে ফেলল ভারত, উত্ফুল্ল বিজেপি