স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই জানুন বিষয়টি...

এবার থেকে অ্যাকান্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে পেনাল্টি চার্জ কাটবে স্টেট ব্যাঙ্ক। আগামী ১ এপ্রিল থেকেই এই নতুন চার্জ ধার্য করা হবে।

Updated By: Mar 3, 2017, 09:41 PM IST
স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই জানুন বিষয়টি...

ওয়েব ডেস্ক : এবার থেকে অ্যাকান্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে পেনাল্টি চার্জ কাটবে স্টেট ব্যাঙ্ক। আগামী ১ এপ্রিল থেকেই এই নতুন চার্জ ধার্য করা হবে।

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের মেট্রো শহরগুলির জন্য সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখতে হবে ৫ হাজার টাকা। অন্যদিকে, মহস্বল শহরের জন্য সেই টাকা নির্দিষ্ট করা হয়েছে ৩ হাজার। পাশাপাশি, একদম ছোটো শহরের জন্য তা হচ্ছে ২ হাজার টাকা ও গ্রামীণ এলাকায় গ্রাহক প্রতি অ্যাকাউন্টে থাকতে হবে নূন্যতম ১ হাজার টাকা।

আরও পড়ুন- এখনও পর্যন্ত ৭০ হাজার কোটির কালো টাকা উদ্ধার করল SIT

রাষ্ট্রায়ত্ব সেক্টরে দেশের সর্বচ্চ এই ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে গ্রাকররা নিজেদের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখলেই জরিমানা করা হবে। বার্ষিক ৭৫ শতাংশ ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্স না থাকলে মেট্রো শহরের গ্রাহকদের জরিমানা বাবদ কাটা হবে ১০০ টাকা ও সেই সঙ্গে সার্ভিস চার্জ। মহস্বল শহরের জন্য তা ধার্য করা হয়েছে ২০ থেকে ৫০ টাকা ও সার্ভিস চার্জ।

.