খাপ পঞ্চায়েতের নিদান: ভাইয়ের ভুলে বোনদের ধর্ষণ করে ঘোরানো হল গ্রাম
ভাই অন্যায় করেছে। শাস্তি ভোগ করবে তাঁর দুই বোন। কী হবে তাদের শাস্তি? শাস্তি হল ২৩ ও ১৫ বছরের বোনকে ধর্ষণ করা হবে। তারপর পুরো গ্রাম ঘোরানো হবে দুই বোনকে। খাপ পঞ্চায়েতের নিদানে এই ঘটনা ঘটল উত্তর প্রদেশের বঘপত জেলায়।
ওয়েব ডেস্ক: ভাই অন্যায় করেছে। শাস্তি ভোগ করবে তাঁর দুই বোন। কী হবে তাদের শাস্তি? শাস্তি হল ২৩ ও ১৫ বছরের বোনকে ধর্ষণ করা হবে। তারপর পুরো গ্রাম ঘোরানো হবে দুই বোনকে। খাপ পঞ্চায়েতের নিদানে এই ঘটনা ঘটল উত্তর প্রদেশের বঘপত জেলায়।
৩০ জুলাই, দলিত সম্প্রদায়ের দুই মহিলার ওপর এই নির্যাতন হয়। ওই গ্রামে খাপ পঞ্চায়েতের নিয়ন্ত্রক মূলত জাঠরাই। তাদের নিদানেই এই বর্বতার শিকার হন ওই দুই নারী। প্রথমে ধর্ষণ, তারপর মুখে কালি লাগিয়ে পুরো গ্রাম ঘোরানো হয় দুই দলিত মহিলাকে। গ্রামের সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েও কোনও সাহায্য পাননি ওই দুই মহিলা ও তাদের পরিবার। এরপর ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশ সরকারের কাছে সমগ্র বিষয়ে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।
এই ঘটনার পর নড়েচড়ে বসে মানবাধিকার কমিশনও। ১৬ হাজার মানুষের সই সংগ্রহ করে খাপ পঞ্চায়েতকে পুরোপুরি বন্ধ করার জন্য সরকারের কাছে ডেপুটেশন দিয়েছেন মানবাধিকার কমিশন প্রতিনিধিরা। তবে এই ধরনের ঘটনা প্রথবার নয়, এর আগেও এমন বর্বরচিত ঘটনার সাক্ষী থেকেছে উত্তর প্রদেশ সহ ভারতের আরও অনেক রাজ্য।