মন্দিরেই মধ্যেই ধর্ষণ, অভিযোগের তির প্রধান পুরোহিতের দিকে
মন্দিরের প্রধান পুরোহিত তাঁকে একটি ঘরের মধ্যে ডেকে নেন।
![মন্দিরেই মধ্যেই ধর্ষণ, অভিযোগের তির প্রধান পুরোহিতের দিকে মন্দিরেই মধ্যেই ধর্ষণ, অভিযোগের তির প্রধান পুরোহিতের দিকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/29/130468-gdwsk.jpg)
নিজস্ব প্রতিবেদন : 'ধর্ষণ' একটা সামাজিক ব্যাধি। সেই ব্যাধি যেন দিনে দিনে আরও জাঁকিয়ে বসছে সারা শরীরে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষিতা হচ্ছেন একের পর এক শিশু থেকে মহিলা। এবার মন্দিরের ভিতরেই ধর্ষণের অভিযোগ উঠল রাজধানী দিল্লির নিকটে।
দিল্লির কাছে গ্রেটার নয়ডায় ধুম মানিকপুর গ্রাম। অভিযোগ, ওই গ্রামেরই একটি মন্দিরের ভিতরে এক মহিলাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই। শনিবার এই ঘটনায় বদলাপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা।
পুলিশের কাছে দেওয়া বয়ান অনুযায়ী, ওইদিন এক আত্মীয়ার সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই মহিলা। সেইসময়ই মন্দিরের প্রধান পুরোহিত তাঁকে একটি ঘরের মধ্যে ডেকে নেন। এরপর সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, সাক্ষাত্ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা! রায়গড়ে একমাত্র জীবিতের মুখে হাড়হিম করা অভিজ্ঞতা
গ্রেটার নয়ডার ডেপুটি পুলিস সুপার অবনীশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত প্রধান পুরোহিতের নাম স্বামী কানহাইয়া। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফেরার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, মুসলিমদের গণধোলাই জারি থাকলে আরও একটা দেশভাগ হবে, বললেন পিডিপি নেতা
অন্যদিকে, এদিনই সামনে এসেছে আরও একটি ঘৃণ্য ঘটনা। গর্ভবতী ছাগলকে ধর্ষণ করল আটজন মিলে। পাশবিক অত্যাচারে শেষ পর্যন্ত মৃত্যু হয় ছাগলটির। জঘন্য এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার মেওয়াটে। অভিযুক্ত আটজনকেই পাকড়াও করে গ্রামবাসীরা। মারের মুখে অপরাধের কথা স্বীকার করে অভিযুক্তরা।