আজ থেকে রাজধানী, দুরন্ত , শতাব্দী এক্সপ্রেসের ভাড়া বাড়ল; খাবারে এল পরিবর্তন
আজ থেকে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের ভাড়া বাড়ল। খাবারের দাম বাড়ানোর ফলে এই তিনটি ট্রেনের ভাড়া নতুন করে বাড়ল। ১৪ বছর পর প্রথম সারির ট্রেনগুলিতে ক্যাটারিং চার্জ ২ থেকে ৪ শতাংশ বাড়িয়েছে রেলমন্ত্রক। শেষবার তা বেড়েছিল ১৯৯৯ সালে। নতুন ভাড়া অনুযায়ী, হাওড়া-রাজধানী এসি টু-টিয়ারের টিকিটের দাম ২৪৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫৫৪ টাকা।
আজ থেকে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের ভাড়া বাড়ল। খাবারের দাম বাড়ানোর ফলে এই তিনটি ট্রেনের ভাড়া নতুন করে বাড়ল। ১৪ বছর পর প্রথম সারির ট্রেনগুলিতে ক্যাটারিং চার্জ ২ থেকে ৪ শতাংশ বাড়িয়েছে রেলমন্ত্রক। শেষবার তা বেড়েছিল ১৯৯৯ সালে। নতুন ভাড়া অনুযায়ী, হাওড়া-রাজধানী এসি টু-টিয়ারের টিকিটের দাম ২৪৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫৫৪ টাকা।
মুম্বইগামী রাজধানীতে এসি টু টিকিটের জন্য ২৪৩৫ টাকার বদলে ২৫১০ টাকা দিতে হবে। দিল্লি-তিরুবনন্তপুরম রাজধানীর দ্বিতীয় শ্রেণির এসি টিকিটের ভাড়া ৩ হাজার ৯৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪২৮৯ টাকা। খাবারের তালিকাতেও আনা হয়েছে পরিবর্তন।
এসি ওয়ান ও এক্সিকিউটিভ শ্রেণিতে থাকবে ফিশফ্রাই। রাজধানী, দুরন্ত ও শতাব্দীর প্রাতরাশে থাকবে স্টাফড পরোটা, চানা কুলচা ও ফ্লেভার্ড দুধ। থাকবে স্টাফড কাঠি রোল। বাদ পড়ছে চকোলেট, টফি ও ফ্রুট জুস। চায়ের দাম কমছে ৩০ থেকে ৪০ শতাংশ।