ওড়িশার বিভিন্ন স্টেশনে রেল অবরোধের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল
লোকাল ট্রেনের ক্ষেত্রে তেমন সমস্যা না হলেও দুর্ভোগে পড়ছেন অনেক দূরপাল্লার ট্রেন যাত্রী। ওড়িশার বিভিন্ন স্টেশনে রেল অবরোধের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাড়িয়ে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। সকাল থেকে অবরোধ চলছে খুরদা বালেশ্বর, জলেশ্বর সহ ওড়িশার একাধিক স্টেশনে। ছত্তিশগড়ে মহানদীর ওপর ব্যারাজ নির্মাণের প্রতিবাদে ওড়িশা কংগ্রেসের পক্ষ থেকে অবরোধ চলছে।
ওয়েব ডেস্ক: লোকাল ট্রেনের ক্ষেত্রে তেমন সমস্যা না হলেও দুর্ভোগে পড়ছেন অনেক দূরপাল্লার ট্রেন যাত্রী। ওড়িশার বিভিন্ন স্টেশনে রেল অবরোধের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাড়িয়ে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। সকাল থেকে অবরোধ চলছে খুরদা বালেশ্বর, জলেশ্বর সহ ওড়িশার একাধিক স্টেশনে। ছত্তিশগড়ে মহানদীর ওপর ব্যারাজ নির্মাণের প্রতিবাদে ওড়িশা কংগ্রেসের পক্ষ থেকে অবরোধ চলছে।
আরও পড়ুন পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?
আর তার জেরে নাকাল হচ্ছেন হাজার-হাজার রেলযাত্রী। অবরোধ কখন উঠবে, সেই বিষয়েও নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। বরং, অবরোধ যাঁরা করেছেন, তাঁরা অবরোধ চালিয়ে যেতেই স্বচেষ্ট বেশি।
আরও পড়ুন বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!