দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন মোদী, সভাপতি হয়েই প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
কংগ্রেসের সভাপতি হিসেবে প্রথম ভাষণেই নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাহুল।
নিজস্ব প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির দায়িত্ব নেওয়ার পরই নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। তাঁর কথায়,''দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন মোদী।'' বিজেপির কটাক্ষ, ইউপিএ জমানায় একের পর এক দুর্নীতি করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছিল কংগ্রেস?
রাহুল গান্ধী বলেন, ''একবিংশ শতকে দেশকে নিয়ে গিয়েছিল কংগ্রেস। কিন্তু প্রধানমন্ত্রী দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন মধ্যযুগে। একজন ব্যক্তিই বড় হয়ে উঠছেন। আপনাদের সামনেই রয়েছে উদাহরণ। আগুন লাগলে তা রোখা যায় না। বিজেপি ও আরএসএস দেশজুড়ে হিংসার আগুন লাগাচ্ছে। এটা একমাত্র কংগ্রেসই আটকাতে পারে। আমরা কংগ্রেসকে ঐতিহাসিক ও যুবকদের দল করতে চাই।''
আরও পড়ুন- ভোটগণনার আগে এবার ইভিএম কারচুপি বিতর্ক উস্কে দিলেন হার্দিক
Politics belongs to the people, but today politics is not being used for people. It is not being used to uplift people, but to crush them: Rahul Gandhi pic.twitter.com/Se6RuBTGZx
— ANI (@ANI) December 16, 2017
Many of us are disillusioned by politics of our time. Today, politics is devoid of kindness and truth: Congress President Rahul Gandhi pic.twitter.com/BSzFFq7g4g
— ANI (@ANI) December 16, 2017
Congress took India to 21st century, but the PM, today, is taking us back to the medieval times: Rahul Gandhi pic.twitter.com/hbd6uBP946
— ANI (@ANI) December 16, 2017
We are now being compelled to imagine that businesses can be built without harmony that only one man himself is the voice of reason. Expertise, experience and knowledge can be cast aside for personal glory: Rahul Gandhi pic.twitter.com/jKmIiuX1NB
— ANI (@ANI) December 16, 2017
You have an example in front of you, once fire breaks out it is difficult to douse it, that is what we are telling the people of BJP, that if you set the nation on fire it will be difficult to control. Today BJP has spread the fire of violence across the country: Rahul Gandhi pic.twitter.com/9eXYhhRT8U
— ANI (@ANI) December 16, 2017
And if there is anyone who can stop what the BJP is doing, it is the 'pyara karyakarta & neta' of Congress. We are going to make Congress, grand old and young party. We will fight the politics of anger: Rahul Gandhi pic.twitter.com/CPA5sut5MT
— ANI (@ANI) December 16, 2017
রাহুল আরও বলেন, ওরা বিরোধী কণ্ঠস্বরকে চাপা দিতে চাইছে তারা। তবে সবাইকে বলার সুযোগ দেয় কংগ্রেস। ওরা অপমান করলেও আমরা সম্মান করি।
We consider the BJP as our brothers & sisters, but we do not agree with them. They (BJP) crush voices but we allow them to speak, they defame we respect & defend: Rahul Gandhi pic.twitter.com/qSg8C3ADT7
— ANI (@ANI) December 16, 2017
It is with deepest humility, that I accept this position (of Congress President) knowing that I will always be walking in the shadow of giants: Rahul Gandhi pic.twitter.com/GCZJjBpl13
— ANI (@ANI) December 16, 2017
আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা হওয়ার আগেই গুজরাট ও হিমাচল প্রদেশে পরীক্ষায় বসেছিলেন রাহুল গান্ধী। সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সোমবার। ইতিমধ্যেই সবকটি বুথফেরত সমীক্ষাই বলছে, দুটি রাজ্যেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গড়ছে নরেন্দ্র মোদীর দল। সেই সমীক্ষা মিলে শুরুতেই বড় ধাক্কা খাবেন কংগ্রেসের নতুন সভাপতি। আরও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কারণ, গুজরাটে তিনিই ছিলেন দলের প্রচারমুখ।