President Election: ২৪ জুলাই মেয়াদ শেষ কোবিন্দের, দিন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের

 ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের। তার আগেই নির্বাচন করা হবে নয়া রাষ্ট্রপতিকে। 

Updated By: Jun 9, 2022, 04:34 PM IST
President Election: ২৪ জুলাই মেয়াদ শেষ কোবিন্দের, দিন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের

জ্যোতির্ময় কর্মকার: ঘোষণা হল রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একঝলকে দেখে নেওয়া যাক, রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট-

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির দিন- ১৫ জুন
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন- ২৯ জুন
মনোনয়পত্র স্ক্রুটিনির দিন- ৩০ জুন
প্রার্থীপদ প্রত্যাহারে শেষ দিন- ২ জুলাই
ভোটগ্রহণের দিন (যদি দরকার পড়ে)- ১৮ জুলাই
গণনার দিন (যদি ভোট হয়)- ২১ জুলাই

প্রসঙ্গত, ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের। তার আগেই নির্বাচন করা হবে নয়া রাষ্ট্রপতিকে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটপ্রক্রিয়ায় কোনও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হবে না। একমাত্র পচনশীল জৈব সামগ্রীই ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। সেই ইলেক্টোরাল কলেজে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদরা এবং সব রাজ্যের বিধানসভার নির্বাচিত বিধায়করা থাকেন। থাকেন দিল্লি ও পুদুচেরীর বিধায়করাও।

আরও পড়ুন, Mask Mandatory In Airport: বিমানযাত্রায় যাত্রীদের জন্য ফের বাধ্যতামূলক হল মাস্ক, অমান্য করলেই শাস্তি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.