Viral Video: গাড়ি চালানো শিখতে গিয়ে পথচারীকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন পুলিস অফিসার! ভাইরাল ভিডিয়োয় তোলপাড়...

Police Car Viral VIdeo: ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, দ্রুত গতিতে আসা পুলিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে পথচারীকে ধাক্কা মারে। শুধু তাই নয়, সেই সময় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। পুলিসের গাড়িটি তাঁকে কিছুদূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়।

Updated By: Jan 14, 2025, 11:29 PM IST
Viral Video: গাড়ি চালানো শিখতে গিয়ে পথচারীকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন পুলিস অফিসার! ভাইরাল ভিডিয়োয় তোলপাড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পথচারীকে আচমকাই ধাক্কা পুলিস ভ্যানের। মর্মান্তিক ঘটনাটি ঘটে, বিহারের বৈশালীর হাতসার গঞ্জে। জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর রাতে গাড়ি চালানো শিখছিলেন। সেই সময়ই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।  ভয়ঙ্কর ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

ভিডিয়োতে দেখা যায়, দ্রুত গতিতে আসা পুলিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে পথচারীকে ধাক্কা মারে। শুধু তাই নয়, সেই সময় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। পুলিসের গাড়িটি তাঁকে কিছুদূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। আশ্চর্যজনকভাবে, সাব-ইন্সপেক্টর দুর্ঘটনার পরে গাড়ির গতি কমিয়ে দেননি। রাস্তার অপরদিকে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। সেখানে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:Uttar Pradesh: আর সম্পর্কে যাব না! প্রাক্তনের 'না'তে চরম পদক্ষেপ ২৩-এর পড়ুয়ার...

ঘটনাটি ঘটে, রবিবার রাতে। রাস্তার অপর দিকে একটি বিরিয়ানির দোকানে ধাক্কা লেগে তবে গাড়িটি থাকে। ঘটনাটির কাছাকাছি একটি বাড়ির বাইরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিয়োতে আরও দেখা যায়, বিরিয়ানির দোকানে ধাক্কা লাগার পর পুলিস কর্মীরা আতঙ্কে গাড়ি থেকে নামছেন। তারা গাড়িটি ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের আটক করার চেষ্টা করে এবং অভিযুক্ত পুলিস অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।

বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটিকে ঘেরাও করে চাবি কেড়ে নেয়। উপচে পড়া ভিড় দেখে কনস্টেবলকে গাড়িতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সাব-ইন্সপেক্টর। অন্যদিকে আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পুলিসের গাফিলতির জন্য ক্ষোভও প্রকাশ করেছেন তারা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যুবককে গাড়ির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং গাড়িটি দোকানে ধাক্কা দিচ্ছে। এই ঘটনা স্থানীয়দের দ্বারা প্রতিবাদের জন্ম দিয়েছে, যারা পুলিসের বেপরোয়া আচরণের জন্য জবাবদিহি দাবি করছে। এ ব্যাপারে পুলিসের কোনও পদক্ষেপের খবর নেই। দুর্ঘটনায় ওই পথচারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.