মিথ্যা, বিভ্রান্তি ও নিরাশা ছড়াচ্ছে বিরোধীরা: মোদী
জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
![মিথ্যা, বিভ্রান্তি ও নিরাশা ছড়াচ্ছে বিরোধীরা: মোদী মিথ্যা, বিভ্রান্তি ও নিরাশা ছড়াচ্ছে বিরোধীরা: মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/23/125597-mpdo.jpg)
নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশে রায়গড়ে মোহানপুর জলসেচ প্রকল্পের উদ্বোধন করে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ''মিথ্যা, বিভ্রান্তি ও নিরাশা ছড়াচ্ছে বিরোধীরা। সাধারণের উন্নয়নে কাজ করছে বিজেপি, আর কিছু বিরোধী অপপ্রচার করছে।''
এদিন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''কেন্দ্রে ৪ বছর ও মধ্যপ্রদেশ ১৩ বছর ধরে গরিব মানুষের ক্ষমতায়নে কাজ করেছে বিজেপি। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি আমরা।'' কংগ্রেসের জমানায় মধ্যপ্রদেশকে বিমারু রাজ্যের আওতায় ফেলা হয়েছিল বলে মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ''মধ্যপ্রদেশের থেকে বিমারু তকমা সরিয়েছে বিজেপি।''
পরে ইন্দোরের সভায় সরকারের সামাজিক প্রকল্পগুলি তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্বচ্ছ ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্মার্ট সিটি, অম্রুত যোজনা ও দীনদয়াল আরবান লিভলিহুড মিশন- শহরগুলিতে পাঁচটি প্রকল্পে কাজ করছে আমাদের সরকার। ।