রাস্তায় ছুটছে কৃষ্ণসার হরিণের দল, 'Excellent', টুইট প্রধানমন্ত্রীর
ভিডিয়োতে মুগ্ধ নেটিজেনরা।
Updated By: Jul 29, 2021, 09:40 AM IST
নিজস্ব প্রতিবেদন: রাস্তার মাঝ দিয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণসার হরিণের (blackbucks) দল। টুইটারে এমনই একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মূল ভিডিয়োটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করেছে গুজরাতের ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন।
জানা গিয়েছে, ভাবনগর ব্ল্যাকডাক ন্যাশনাল পার্কের ওই ভিডিওটি। যা টুইটারে শেয়াক করে প্রধানমন্ত্রী (PM Modi) লিখেছেন, 'অসাধারণ'। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ন্যালনাল পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে প্রায় তিন হাজার কৃষ্ণসার হরিণ। কেবল প্রধানমন্ত্রী নন, ভিডিয়োতে মুগ্ধ নেটিজেনরাও। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিয়ো।
Excellent! https://t.co/9xxNLllQtP
— Narendra Modi (@narendramodi) July 28, 2021
Tags: