সোশ্যাল মিডিয়াও আসুক স্ক্যানারে, দাবি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের

সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমকেও গণমাধ্যমের উপর নজরদারির জন্য যে ব্যবস্থা তার অন্তর্ভূক্ত করার সপক্ষে সওয়াল করলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সি.কে. প্রসাদ। তাঁর মতে, বহু ক্ষেত্রে সংবাদপত্রের তুলনায় সোশ্যাল মিডিয়া অনেক বেশি হারে পৌঁছে যায় পাঠকের কাছে এবং খবরের কাগজের মতো সোশ্যাল মিডিয়াতেও লেখ্য ও চিত্রের দ্বারা একই কায়দায় খবর পরিবেশিত হয়। তাই, সংবাদপত্র যদি নজরদারির আওতায় পড়ে, তাহলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই নজরদারি জারি করা উচিত বলে মনে করেন তিনি।

Updated By: May 17, 2017, 04:45 PM IST
সোশ্যাল মিডিয়াও আসুক স্ক্যানারে, দাবি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমকেও গণমাধ্যমের উপর নজরদারির জন্য যে ব্যবস্থা তার অন্তর্ভূক্ত করার সপক্ষে সওয়াল করলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সি.কে. প্রসাদ। তাঁর মতে, বহু ক্ষেত্রে সংবাদপত্রের তুলনায় সোশ্যাল মিডিয়া অনেক বেশি হারে পৌঁছে যায় পাঠকের কাছে এবং খবরের কাগজের মতো সোশ্যাল মিডিয়াতেও লেখ্য ও চিত্রের দ্বারা একই কায়দায় খবর পরিবেশিত হয়। তাই, সংবাদপত্র যদি নজরদারির আওতায় পড়ে, তাহলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই নজরদারি জারি করা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে গণমাধ্যম হিসাবে সাবেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে একই সারিতে স্থান পায়না তথাকথিত 'নিউ মিডিয়া'। তবে এই মাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদকর্মীদের অনেকেরই দাবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার যা 'গ্রহণযোগ্যতা' এবং 'রিচ', তাতে মূল ধারার সংবাদ মাধ্যম হিসাবে স্বীকৃতি না দেওয়া আসলে বাস্তবকে অস্বীকার করার সামিল।

আরও পড়ুন- ১০ বছরের ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি দিল আদালত

.