চামচা, দুর্নীতিগ্রস্ত, জুমলা... লম্বা লিস্ট! সংসদে বলা যাবে না আর কোন কোন শব্দ? কী বলছেন বিরোধীরা?
লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান শব্দ এবং অভিব্যক্তির অপসারণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তালিকায় বলা হয়েছে যে কিছু কীওয়ার্ড সংসদীয় কার্যক্রম চলাকালীন অন্যান্য অভিব্যক্তির সঙ্গে একসঙ্গে ব্যবহার না হলে তা অসংসদীয় বলে গণ্য হবে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শব্দে 'না'। সংসদের অধিবেশ শুরুর আগেই প্রকাশিত হল অসাংবিধানিক শব্দের নতুন তালিকা।
লোকসভা সচিবালয় কয়েকটি শব্দ সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করে। এই পুস্তিকায় থাকা শব্দ লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রেই অসংসদীয় হিসাবে বিবেচিত হয়। ১৮ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বাদল অধিবেশন থেকেই।
এই শব্দের সংকলন নতুন নয়। এর আগেও লোকসভা, রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যের আইনসভাগুলিতে অসংসদীয় শব্দ এবং অভিব্যক্তির উল্লেখ নিয়ে ঘোষণা করা হয়েছে। কিছু কমনওয়েলথ পার্লামেন্টে অনুমোদিত নয় এমন শব্দও রয়েছে।
লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান শব্দ এবং অভিব্যক্তির অপসারণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তালিকায় বলা হয়েছে যে কিছু কীওয়ার্ড সংসদীয় কার্যক্রম চলাকালীন অন্যান্য অভিব্যক্তির সঙ্গে একসঙ্গে ব্যবহার না হলে তা অসংসদীয় বলে গণ্য হবে না।
অসংসদীয় অভিব্যক্তির তালিকায় ইংরেজি অথবা হিন্দিতে উভয় কক্ষের চেয়ারের বিরুদ্ধে করা কোনও অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। একে সংসদের নথি থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সচিবালয় যে তালিকা দিয়েছে তাতে কিছু ইংরেজি শব্দের মধ্যে রয়েছে 'ব্লাডশেড', 'ব্লাডি', 'বিট্রেইড', 'অ্যাশেমড', 'অ্যাবিউসড', 'চিটেড', 'চামচা', 'চামচাগিরি', 'চেলা', 'চাইল্ডিশনেস' ', 'কোরাপ্ট', 'কাওয়ার্ড', 'ক্রিমিনাল' এবং 'ক্রোকোডাইল টিয়ার'।
আরও পড়ুন: Pet Pitbull: ছেলের আদরের পোষ্য পিটবুল পেট চিরে মারল মাকে!
এছাড়াও হিন্দি শব্দের তালিকায় রয়েছে, 'অ্যানার্কিস্ট', 'গদ্দার', 'গিরগিট', 'বেহরি সরকার' সহ আরও অনেক শব্দ। এছাড়াও এই তালিকায় রয়েছে, 'দাঙ্গা', 'দালাল', 'বিশ্বাসঘাত', 'কালোবাজারি', 'অসত্য', 'অহঙ্কার'-এর মতো বিভিন্ন শব্দ।
Session begins in a few days
GAG ORDER ISSUED ON MPs.
Now, we will not be allowed to use these basic words while delivering a speech in #Parliament : Ashamed. Abused. Betrayed. Corrupt. Hypocrisy. Incompetent
I will use all these words. Suspend me. Fighting for democracy https://t.co/ucBD0MIG16
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 14, 2022
এই তালিকার বিরোধিতা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটারে লিখেছেন, 'কয়েকদিনের মধ্যেই অধিবেশন শুরু হবে। সাংসদদের উপর গ্যাগ অর্ডার জারি। এখন সংসদে বক্তৃতা দেওয়ার সময় আমাদেরকে অ্যাশেমড, অ্যাবিউসড, বিট্রেইড, কোরাপ্ট, হিপক্রিসির মতো মৌলিক শব্দগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। আমি এই সব শব্দ ব্যবহার করব। আমায় সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়ছি।'