Narendra Modi: দীপাবলিতে মোদীর মুখে এক দেশ এক ভোট ! আর কী বললেন প্রধানমন্ত্রী?
Narendra Modi: 'শহুরে নকশালপন্থা'র নতুন মডেল চিহ্নিত করতে সচেতনতা বাড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নর্মদা জেলার কাভেড়িয়ায়। বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে গিয়ে দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাইয়ের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, এই বছর কালীপুজোর দিনই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস। সেখানে তিনি বলেন, "কিছু শক্তি আমাদের ভারতের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহ করতে চায়। মানুষকে এই সমস্ত শহুরে নকশালদের চিনতে হবে এবং আমি আহ্বান জানাচ্ছি তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য।"
আরও পড়ুন: Diwali 2024: LoC-তে ফাটল বাজি! দীপাবলির উৎসবে সামিল বিএসএফ...
তাঁর গুজরাত সফরে দীপাবলির উৎসবে মিশে গেল 'রাষ্ট্রীয় একতা দিবস'। সেখান থেকেই তাঁর বক্তৃতায় উঠে এল, 'এক দেশ এক ভোট' এবং 'অভিন্ন দেওয়ানি বিধি' চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। 'শহুরে নকশালপন্থা'র নতুন মডেল চিহ্নিত করতে সচেতনতা বাড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি বলেন, "ধর্মনিরপেক্ষতার শর্ত মেনে নাগরিক বিধির ক্ষেত্রে সমস্ত ভেদাভেদের অবসান হওয়া উচিত। সাধারণ মানুষের স্বার্থে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রয়োজন।" দীপাবলি একটি রাষ্ট্রীয় উৎসবে পরিণত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)