মাও মোকাবিলায় এখনই সেনা নামছে না

মাও অধ্যুষিত এলাকায় সেনা মতায়েনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। যদিও ছত্তিসগড়ে মাও হানায় ৩০ জনের মৃত্যু হওয়ার পর সেখানে ২ হাজার আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে। ফলে মাওবাদী মোকাবিলায় সেনা নামানোর সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে।

Updated By: May 27, 2013, 03:59 PM IST

মাও অধ্যুষিত এলাকায় সেনা মতায়েনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। যদিও ছত্তিসগড়ে মাও হানায় ৩০ জনের মৃত্যু হওয়ার পর সেখানে ২ হাজার আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে। ফলে মাওবাদী মোকাবিলায় সেনা নামানোর সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে।
সোমবার অ্যান্টনি বলেন, "ছত্তিসগড়ে মাও মোকাবিলায় কোনও সেনা পাঠানো হচ্ছে না।" তবে কেন্দ্রের তরফে রাজ্য প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে অতিরিক্ত বাহিনীর সাহায্যের আবেদন জানিয়েছে ছত্তিসগড় সরকার। রাজ্য সরকারের এই দাবি প্রসঙ্গেই এ দিন তামিলনাডুর তাঞ্জাভুরে এই মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তবে আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই বাহিনী পৌঁছনোর কথা ছত্তিসগড়ে। এখনও পর্যন্ত ৩০ হাজার আধাসেন মোতায়েন রয়েছে ছত্তিসগরের মাও মোকাবিলায়। ছত্তিসগড় দেশের মাও অধ্যুষিত রাজ্যগুলির মধ্যে ছত্তিসগড়ের অবস্থা সবচেয়ে খারাপ। হিসাব বলছে, গত ৮ বছরে ছত্তিসগড়ের জঙ্গলে মৃত্যু হয়েছে ১৯০০। যার মধ্যে ৫৭০ জন সাধারণ মানুষ। ৭০০ জওয়ান মাওবাদী হানার শিকার হয়েছেন। বাকিরা মাওবাদী।
গত শনিবার ছত্তিসগড়ের বাস্তার জেলায় কংগ্রেস নেতাদের ওপর হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। কংগ্রেস নেতা মহেন্দ্র কুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ ও প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়া সহ ২৭ জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ভি সি শুক্লাও আহত হয়েছেন।

.