'কাজের মানুষ ছিলেন মাউন্টেন ম্যান', মূর্তি উন্মোচন করে বললেন নীতীশ কুমার

Updated By: Aug 27, 2017, 05:06 PM IST
'কাজের মানুষ ছিলেন মাউন্টেন ম্যান', মূর্তি উন্মোচন করে বললেন নীতীশ কুমার

ওয়েব ডেস্ক : ৩৬০ ফিট লম্বা, ৩০ ফিট চওড়া, ২৫ ফিট উঁচু পাহাড়। সেই গেহলক পাহাড় একা হাতে হাতুড়ি ও ছেনি দিয়ে কেটে রাস্তা তৈরি করেছিলেন তিনি। বিনা চিকিত্সায় স্ত্রীর মৃত্যুর পর অদম্য জেদকে সম্বল করে পাহাড় কেটে তৈরি করেছিলেন রাস্তা। সেই দশরথ মাঝিকে সবাই একডাকে চেনে 'মাউন্টেন ম্যান' বলে। সেই 'পাহাড় মানব'-এর মূর্তি উন্মোচন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

যুব সম্প্রদায়ের কাছে দশরথ মাঝি অনুপ্রেরণা বলে উল্লেখ করেন নীতীশ কুমার। একইসঙ্গে বলেন, অত্যন্ত কাজের মানুষ ছিলেন দশরথ মাঝি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। বলেন, 'মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উদ্যোগী না হলে, দশরথ মাঝির কথা সবার অজানাই থেকে যেত।'

আরও পড়ুন, চারশো স্কুলপড়ুয়াকে বাঁচাতে, ১০ কেজি বোমা কাঁধে ছুটলেন এই পুলিসকর্মী

.