চাপের মুখে সুর নরম নমোর, সংসদে বিরোধীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রীর

আচ্ছে দিনের ফানুস ফেটে চৌচির। বিতর্ক-বিবাদে ঘরে বাইরে বিকাশপুরুষের ইমেজ ফিকে। চাপের মুখে এ যেন এক অন্য মোদী! সংসদে প্রধানমন্ত্রী আজ বিরোধীদের প্রশংসায় পঞ্চমুখ। গরিষ্ঠতার আস্ফালনে নারাজ। এমনকী অসহিষ্ণুতারও ঘোর বিরোধী! বোধোদয় বটে! বলছে রাজনৈতিক মহল।

Updated By: Nov 27, 2015, 10:14 PM IST
চাপের মুখে সুর নরম নমোর, সংসদে বিরোধীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: আচ্ছে দিনের ফানুস ফেটে চৌচির। বিতর্ক-বিবাদে ঘরে বাইরে বিকাশপুরুষের ইমেজ ফিকে। চাপের মুখে এ যেন এক অন্য মোদী! সংসদে প্রধানমন্ত্রী আজ বিরোধীদের প্রশংসায় পঞ্চমুখ। গরিষ্ঠতার আস্ফালনে নারাজ। এমনকী অসহিষ্ণুতারও ঘোর বিরোধী! বোধোদয় বটে! বলছে রাজনৈতিক মহল।

কালবুর্গি থেকে আখলাক। শাহরুখকে ছাপিয়ে আমির। অসহিষ্ণুতার আবহে দেশজুড়ে তোলপাড়। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই নয়া বিতর্ক।

'সেকুলার শব্দের অর্থ ধর্মনিরপেক্ষ নয়' সংবিধান দিবসে ব্যাখ্যা রাজনাথ সিংয়ের। পাল্টা তোপ কংগ্রেসের, নাছোড় গেরুয়া শিবির। বিতর্কে ব্যাকফুটে ট্রেজারি বেঞ্চ। সংবিধানকে ঢাল করে এবার ড্যামেজ কন্ট্রোলে স্বয়ং সেনাপতি।

অসহিষ্ণুতা নিয়ে কংগ্রেসকে খোঁচা অরুণ জেটলির। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন কংগ্রেসকে। যাঁরা সংবিধানের নামে শপথের বিতর্ক তুলছেন, তাঁরাই সংবিধানের একুশ নম্বর ধারা সাসপেন্ড করে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছেন। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাষ্ট্রের বিরুদ্ধে ৩৫৬ ধারার অপব্যবহার ক্রমশই কমছে। সংবিধান বিতর্কে মুখ খুললেন অরুণ জেটলি। ডঃ আম্বেডকর যদি আজ ৪৪ ধারার প্রস্তাব রাখতেন, তাহলে আমাদের প্রতিক্রিয়া কী হত? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

শিল্পে তেমন সাড়া নেই। ধুঁকছে জিডিপি। সংস্কারও লাটে। ফেলে আসা দিন কি তাড়া করছে মিস্টার মোদীকে? 'মনোহন সিং ছিলেন অকর্মণ্য প্রধানমন্ত্রী'। নেহরুর সমালোচনায় সরব গেরুয়া শিবির। যোজনা কমিশনও গুটিয়ে ফেলে মোদী সরকার। আস্ফালনের দিন শেষ। ৫৬ ইঞ্চি ছাতির এবার নিখাদ ইউ টার্ন! জিএসটিসহ একাধিক বিল ঝুলে। থমকে সংস্কারের রথ। বিরোধীদের কনফিডেন্সে নেওয়াই এখন মরিয়া মোদীর চ্যালেঞ্জ। শুধু কথায় কি চিঁড়ে ভিজবে? এবার কি তবে অল আউট অ্যাকশনে নামবেন বিকাশপুরুষ? প্রশ্ন থাকছেই।

 

.