মুসলমান প্রতিনিধিদেরই ভোট দেওয়া উচিত : ওয়াইসি

হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ওয়াইসি

Updated By: Jun 25, 2018, 05:37 PM IST
মুসলমান প্রতিনিধিদেরই ভোট দেওয়া উচিত : ওয়াইসি

নিজস্ব প্রতিবেদন : ভারতে বসবাসকারী মুসলমানদের 'স্বধর্মের' প্রতিনিধিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ''এখন যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলছেন, তারাই হলেন সবথেকে বড় ডাকাত। গত ৭০ বছর ধরে মুসলিমদের ওপর অত্যাচার হয়েছে। ধমকে, চমকে আমাদের চুপ করিয়ে রাখা হয়েছিল।"

আরও পড়ুন- নাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ে ধসল বহুতল, ধ্বংসস্তুপের নিচে আটকে বহু গাড়ি

হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি বলেন, যদি ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হয়, তাহলে এখনই ভারতে বসবাসকারী মুসলমানদের উচিত আমদের সম্প্রদায়ের প্রার্থীদের ভোটে জিতিয়ে আনা। তবেই বাঁচবে আমাদের স্বার্থ।

নিজের বক্তব্যে আগাগোড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন ওয়াইসি। তিনি বলেন, ''নরেন্দ্র মোদীর রাজত্বে বিপন্ন আমরা। প্রতিদিন অসহিষ্ণুতার শিকার হতে হচ্ছে আমাদের। এই পরিস্থিতিতে এখন আমাদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে।''

.