গ্রামের মুসলিমরাই অন্ত্যেষ্টি করলেন হিন্দু পণ্ডিতের
পরিচয়? কাশ্মীরী পণ্ডিত। শেষকৃত্য করলেন কারা? মুসলিমরা। চারদিকে যখন শুধুই অসহিষ্ণুতা ইস্যুতে দোষারোপ-পাল্টা দোষারোপের ছড়াছড়ি, তর্ক-বিতর্ক। এঘটনা সেখানে নিঃসন্দেহে সদর্থক বার্তা নিয়ে আসে।
ওয়েব ডেস্ক: পরিচয়? কাশ্মীরী পণ্ডিত। শেষকৃত্য করলেন কারা? মুসলিমরা। চারদিকে যখন শুধুই অসহিষ্ণুতা ইস্যুতে দোষারোপ-পাল্টা দোষারোপের ছড়াছড়ি, তর্ক-বিতর্ক। এঘটনা সেখানে নিঃসন্দেহে সদর্থক বার্তা নিয়ে আসে।
জানকী নাথ। বয়স ৪৮ বছর। গত শনিবার তাঁর মৃত্যু হয়। কাশ্মীরের কুলগামের মালবানের বাসিন্দা ছিলেন তিনি। গোটা গ্রামে তিনি ছিলেন একাই হিন্দু পণ্ডিত। নেই কোনও পরিবার-আত্মীয়। অগত্যা উপায়? শেষকৃত্য সারলেন সেই গ্রামের বাসিন্দা মুসলিম সম্প্রদায়ের মানুষরাই। বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল জানকী নাথের। দেখাশোনাও করেছেন তাঁরাই। প্রিয়জন বিয়োগের বেদনায় এখন কাতর জানকীর সব মুসলিম প্রতিবেশীরাই।