মুলায়ামের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ আছে: বেণীপ্রসাদ

মুলায়ম সিং যাদবের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ ভার্মার এই মন্তব্যকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ ভার্মার বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি উত্তরপ্রদেশের গোন্ডায় এক জনসভায়  সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেন।

Updated By: Mar 19, 2013, 09:12 AM IST

মুলায়ম সিং যাদবের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ ভার্মার এই মন্তব্যকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ ভার্মার বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি উত্তরপ্রদেশের গোন্ডায় এক জনসভায়  সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেন।
সোমবার লখনৌতে কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন মুলায়ম সিং যাদব। সংখ্যালঘুদের সমস্যার সমাধানে তাঁদের সঙ্গে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
এই ধরনের মন্তব্যের জেরে বেণীপ্রসাদ ভার্মাকে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল।
দলীয় নেতাদের এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন কংগ্রেস নেতা জনার্দন দ্বিদেবী।
ঘটনার প্রতিবাদে সোমবার বেনী প্রসাদ বর্মার ইস্তফা দাবিতে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদরা।
 

.