যোগীর রাজ্যে চলন্ত ট্রেন দুর্গাপুরের বাসিন্দা মা-মেয়েকে ফেলে খুন করল ছিনতাইকারীরা

শনিবার মথুরারোড স্টেশনের কাছে রেল লাইনে মা মেয়ের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিস। 

Updated By: Aug 4, 2019, 12:05 AM IST
যোগীর রাজ্যে চলন্ত ট্রেন দুর্গাপুরের বাসিন্দা মা-মেয়েকে ফেলে খুন করল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদন: ফের প্রশ্নের মুখে দেশের রেলের নিরাপত্তা। আরও একবার কেন্দ্রীয় রেলমন্ত্রকের দাবিকে বেআব্রু করে দিল উত্তরপ্রদেশের মথুরারোডে চলন্ত ট্রেন থেকে মা-মেয়ের হত্যাকাণ্ড। ট্রেনে ছিনতাইবাজদের কবলে পড়ে প্রাণ গেল দুর্গাপুরের বাসিন্দা মা ও মেয়ের।

দুর্গাপুরের রাঁচি কলোনিতে থাকতেন মীনা দেবী ও তাঁর মেয়ে মনীষা কুমারী। ট্রেনে করে রাজস্থানের কোটাতে যাচ্ছিলেন তাঁরা। উদ্দেশ্যে মনীষাকে সেখনকার মেডিক্যাল কলেজে ভর্তি করা। কিন্তু অকালেই ঝড়ে গেল সম্ভাবনাময় আগামী। উত্তরপ্রদেশের মথুরার কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন মা-মেয়ে। ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দেন মা। তাঁকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। মাকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন মেয়ে মনীষাও।

শনিবার মথুরারোড স্টেশনের কাছে রেল লাইনে মা মেয়ের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিস। যদিও পুলিসের দাবি ট্রেন থেকে ছুঁড়ে ফেলার ঘটনা নয়, ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে অন্য ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতে না দেওয়ার অভিযোগ উঠেছে রেলের আধিকারিকদের বিরুদ্ধে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। 

এর আগেও রেলের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সব কামরায় আরপিএফ নিয়োগের কথা জানিয়েছিলেন রেলমন্ত্রী। কিন্তু আবারও সেই এক ঘটনা। তাহলে বাজেটে বাজেটে রেলের নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিয়ে এত ভাষণের মানেটা কী? 

আরও পড়ুন- সাপের বিষ থেকে বাঁচার উপায় কী? বাংলাতেই তথ্য দেবে রাজ্যের নতুন অ্যাপ 

.