Gwalior: ভরা রাস্তায় ভাইঝিকে কটূক্তি, প্রতিবাদ করতেই কাকাকে...
Gwalior: ওই কিশোরী বাধা দিতে এলে তাকে ইট নিয়ে মারতে উদ্যত হয় যুবকরা...
![Gwalior: ভরা রাস্তায় ভাইঝিকে কটূক্তি, প্রতিবাদ করতেই কাকাকে... Gwalior: ভরা রাস্তায় ভাইঝিকে কটূক্তি, প্রতিবাদ করতেই কাকাকে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520553-4.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাকার সঙ্গে ফিরছিল কিশোরী ভাইঝি। তার পরেও ইভটিজারদের হাত থেকে রেহাই নেই। রাস্তায় আসপাশ থেকে উড়ে এল কটূক্তি। আর তার প্রতিবাদ করতেই তুলকালাম। ভাইঝি ও কাকাকে বেধড়ক পেটাল বখাটেরা। ঘটনা, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'! মাধ্যমিকের দিনই ঘরে ঝুলছে কিশোরীর দেহ...
ছবিতে দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায় এক ব্যক্তি লড়াই করছেন ৩-৪ জন যুবকের সঙ্গে। একজন এই ব্যক্তিকে ধরে রেখেছে। বাকীরা বেল্ট ও ইট দিয়ে তাকে বেধড়ক মারধর করছে। অকথ্য ভাষায় গালিগালাজ করছে যুবকরা।
লাইব্রেরি থেকে কাকার সঙ্গে ফিরছিল ওই কিশোরী। গোয়ালিয়র বাইপাসে বাইক নিয়ে তাদের পিছু নেয় একদল যুবক। কিশোরীকে লক্ষ্য করে কুত্সিত ভাষায় টিজ করতে থাকে। কিশোরীর কাকা তাদের থামতে বললে তারা রুখে দাঁড়ায়।
ওইসব যুবক ওই ব্যক্তির বাইকের সামনে তাদের বাইক দাঁড় করিয়ে দেয়। এরপর ওই ব্যক্তিকে তার বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনে। এরপর শুরু হয়ে বেধড়ক মারধর। একের পর এক ঘুঁসি, লাথি, বেল্ট দিয়ে মেরে তাকে ঘায়েল করে ফেলে। এক যুবক আবার ইট নিয়ে তেড়ে আসে ওই ব্যক্তির দিকে। ওই কিশোরী বাধা দিতে এলে তাকে ইট নিয়ে মারতে উদ্যত হয় যুবকরা।
ওই সময় রাস্তা দিয়ে যারা যাচ্ছিলনে তারা কোনওক্রমে ওই যুবকদের থামাতে সমর্থ হন। খবর দেন পুলিসে। রাজা শাক্য নামে এক যুবককে আটক করা হয়। বাকীরা পালিয়ে যেতে সমর্থ হয়। পকসো ধারায় ওইসব যুবকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)