মধ্যপ্রদেশ উপনির্বাচন: ১ আসনে জয় বিজেপির, অধিকাংশ আসনেই এগিয়ে গেরুয়া শিবির

নির্বাচনে ইভিএম জালিয়াতির অভিযোগ তুললেন রাজ্যের কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং

Updated By: Nov 10, 2020, 04:31 PM IST
মধ্যপ্রদেশ উপনির্বাচন: ১ আসনে জয় বিজেপির, অধিকাংশ আসনেই এগিয়ে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিবেদন: দল ছেড়ে এসে কংগ্রেসকে জোর ধাক্কা দিতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ উপনির্বাচনে ভোট গণনার প্রবণতা এটাই।

রাজ্যের ২৮ আসনের উপনির্বাচনের অধিকাংশতেই এগিয়ে বিজেপি। ইন্দোরে বিজেপির পার্টি অফিসে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবির খেলা। কোণঠাসা হয়ে ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ তুলেছেন দিগ্বিজয় সিং।

আরও পড়ুন-Bihar Election Results 2020: ম্যাজিক ফিগার NDA-র, বৃহত্তম দল BJP: নির্বাচন কমিশন 

এখনও পর্যন্ত পাওয়া খবর, ১টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এগিয়ে ১৯ আসনে। কংগ্রেস এগিয়ে ৭ আসনে। বহুজন সমাজ পার্টি এগিয়ে মোরেনা বিধানসভা আসনে। 

গত মার্চ মাসে কংগ্রেস ছেড়ে দলবল নিয়ে বিজেপিতে যোগ দেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া। তার ফলে রাজ্যে ২৭ বিধানসভা আসন খালি হয়ে যায়। পড়ে যায় কমলনাথ সরকার। ফের ক্ষমতায় চলে আসে বিজেপি। আজ ভোট গণনার প্রবণতা নিয়ে কমল নাথ বলেন, পুরো ফল আসতে দিন। তার পরে মন্তব্য করব।

আরও পড়ুন-অবসরের এক যুগ; আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ  

অন্যদিকে, নির্বাচনে ইভিএম জালিয়াতির অভিযোগ তুললেন রাজ্যের কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। সংবাদসংস্থাকে তিনি বলেন, ইভিএম একশো শতাংশ নিরাপদ নয়। সীমিত পর্যায়ে ইভিএমে জালিয়াতি করা যেতে পারে। অনেক আসন রয়েছে যেখানে আমাদের হারার কোনও জায়গা নেই। কিন্তু ওইসব জায়গায় কয়েক হাজার ভোটে আমরা হেরেছি। এনিয়ে কাল আমরা বৈঠক করব।

.