Gas Cylinder Price: মধ্যবিত্তের স্বস্তি, ফের কমল গ্যাসের দাম, আপনার শহরে দাম কত হল?
LPG Cylinder Price today: আর্থিক বছরের প্রথম দিনেই কিছুটা স্বস্তি। বানিজ্যিক এল পি জি সিলিন্ডারের দাম কমল প্রায় ৯০ টাকা। দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ এপ্রিল মধ্যরাত থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হয়েছে ২০২৮ টাকা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের মাথায় হাত। মার্চ মাসের শুরুতেই বিপুল পরিমাণে রান্নার গ্যাসের দাম বে়ড়েছিল। তবে আর্থিক বছরের প্রথম দিনেই কিছুটা স্বস্তি। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার কাজে ব্যবহৃত LPG ও শিল্পে ব্যবহৃত RSP- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের দাম কমছে। বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল প্রায় ৯০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ২১৩২ টাকা।
আরও পড়ুন, ভয়ংকর! পার্ক থেকে তুলে নিয়ে গিয়ে চলন্ত গাড়িতে যুবতীকে গণধর্ষণ
দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ এপ্রিল মধ্যরাত থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হয়েছে ২০২৮ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ২১৩২ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের কলকাতায় বর্তমান দাম ছিল ২,২১৫ টাকা। মুম্বইতে ১৯৮০ টাকা। চেন্নাইতে হয়েছে ২১৯২.৫০। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম ৮৯.৫০ টাকা কমছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকির মেয়াদ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এক বছর বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এই স্কিমে গ্রামীণ ও বঞ্চিত দরিদ্র পরিবারগুলিকে এলপিজি সিলিন্ডার পিছু ২০০ টাকা করে দেওয়া হয়। তবে এবারেও গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকা।
প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। সেইমতো মার্চ মাস শেষ হওয়ার পর এপ্রিল মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল সংস্থাগুলির তরফ থেকে। তবে এপ্রিল মাসের শুরুতে স্বস্তির খবর এটাই যে, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯২ টাকা কমল।
আরও পড়ুন, মুখ পুড়ল বসুধৈব কুটুম্বকম-এর! গোয়ায় পর্তুগীজ তরুণীর সঙ্গে রিসর্টকর্মীর চরম ঘৃণ্য আচরণ