দীর্ঘ ৪৮ বছর পার, লোকপাল বিলের আইনি রূপান্তর এখন রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়

লোকপাল বিলে সম্মতি দিয়েছে সংসদ। এখন রাষ্ট্রপতির সম্মতি মিললেই এই বিল আইনে পরিণত হবে। এই সাফল্য অবশ্য দু এক মাসে আসেনি। লোকপাল বিলে সংসদের অনুমোদন পেতে সময় লেগেছে দীর্ঘ ৪৮ বছর। দুর্নীতি প্রতিরোধে এবার উপযুক্ত একটি আইন আসছে। সংসদে লোকপাল বিল পাসের পর এই মত প্রায় সব রাজনৈতিক দলের। কিন্তু এই কাজ এত সহজে হয়নি। উদ্যোগটা প্রথমে নেওয়া হয়েছিল ১৯৬৬ সালে।

Updated By: Dec 18, 2013, 10:57 PM IST

লোকপাল বিলে সম্মতি দিয়েছে সংসদ। এখন রাষ্ট্রপতির সম্মতি মিললেই এই বিল আইনে পরিণত হবে। এই সাফল্য অবশ্য দু এক মাসে আসেনি। লোকপাল বিলে সংসদের অনুমোদন পেতে সময় লেগেছে দীর্ঘ ৪৮ বছর। দুর্নীতি প্রতিরোধে এবার উপযুক্ত একটি আইন আসছে। সংসদে লোকপাল বিল পাসের পর এই মত প্রায় সব রাজনৈতিক দলের। কিন্তু এই কাজ এত সহজে হয়নি। উদ্যোগটা প্রথমে নেওয়া হয়েছিল ১৯৬৬ সালে।

১৯৬৬ সালে রাষ্ট্রপতি রাধাকৃষ্ণান গঠন করেন প্রশাসনিক সংস্কার কমিশন। কমিশনের প্রধান করা হয় মোরারজি দেশাইকে। লোকপাল তৈরির উদ্যোগ তখন থেকেই।

১৯৬৮ সালে লোকসভায় বিলটি পাস হলেও সম্মতি দেয় না রাজ্যসভা

১৯৭১ সালে ফের বিলটি সংসদে পেশ করেন ইন্দিরা গান্ধী। সিলেক্ট কমিটিতে পাঠানোর আগেই ভেঙে দেওয়া হয় লোকসভা ।

১৯৭৭ সালে বিল সংসদে পাস করান প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। সিলেক্ট কমিটির কিছু সুপারিশও মেলে। কিন্তু ষষ্ঠ লোকসভাও ভেঙে দেওয়া হয়।

১৯৮৫ সালে বিল পাস করাতে উদ্যোগ নেন রাজীব গান্ধী। বিলটি জয়েন্ট সিলেক্ট কমিটির কাছে পাঠিয়েও তা প্রত্যাহার করে নেন রাজীব।

১৯৮৯ সালে ভি পি সিং বিল পাসে উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। কেননা, মেয়াদ ফুরনোর আগেই ভেঙে দেওয়া হয় লোকসভা।

১৯৯৬ সালে মোর্চা সরকারের প্রধানমন্ত্রী দেবেগৌড়ার বিল পাসের উদ্যোগও ব্যর্থ হয়। এবারেও ভেঙে যায় লোকসভা।

.