Union Budget 2025 LIVE Update: 'মেক ইন ইন্ডিয়ায় আমাদের বাড়তি গুরুত্ব', অর্থমন্ত্রী

Union Budget 2025 LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Saturday, February 1, 2025 - 11:17
Union Budget 2025 LIVE Update: 'মেক ইন ইন্ডিয়ায় আমাদের বাড়তি গুরুত্ব', অর্থমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

1 February 2025, 11:15 AM

Union Budget 2025: 'মহিলা-কৃষকদের উন্নয়নে বিশেষ নজর বাজেটে'

1 February 2025, 11:15 AM

Union Budget 2025: কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ। একই সঙ্গে আরও ভালোভাবে কৃষকরা কীভাবে সুবিধা পাবেন সেই লক্ষ্যেই এই বাজেট। 

1 February 2025, 11:15 AM

Union Budget 2025: বিহারে তৈরি হবে মাখানা বোর্ড। ভোজ্য তেল এবং ডালজাতীয় শষ্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে জানালেন অর্থমন্ত্রী। পাশাপাশি ইউরিয়াতে আত্মনির্ভরের লক্ষ্য। 

1 February 2025, 11:15 AM

Union Budget 2025: 'আমাদের অর্থনীতি সমস্ত প্রধান বিশ্ব অর্থনীতির মধ্যে দ্রুততম ক্রমবর্ধমান। বিগত 10 বছরের আমাদের উন্নয়নের রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। এই সময়কালেই ভারতের সক্ষমতা ও সম্ভাবনার ওপর আস্থা বেড়েছে', নির্মলা সীতারমন।

1 February 2025, 11:15 AM

Union Budget 2025: ধনধান্য কৃষি যোজনায় লাভ পাবেন ১ কোটি ৭০ লক্ষ কৃষক।

1 February 2025, 11:00 AM

Union Budget 2025: পরিকাঠামোতে উন্নয়ন, মধ্যবিত্তের উপর নজর, কৃষি, উৎপাদন শিল্প, কৃষিক্ষেত্রের মতো বিষয়ে আরও অগ্রাধিকার।

1 February 2025, 11:00 AM

Union Budget 2025: পরবর্তী ৫ বছরে সবার বিকাশ এবং সমস্ত রিজিয়ানে বিকাশ এটাই লক্ষ্য এই বাজেটের জানালেন অর্থমন্ত্রী। পাশাপাশি গরীব, ইয়ুথ, অন্নদাতা এবং নারী এনাদের উপর বেশিনজর দেওয়া হয়েছে। 

1 February 2025, 11:00 AM

Union Budget 2025: বাজেট পেশের শুরুতেই সংসদে বিরোধীদের হট্টগোল। 

1 February 2025, 11:00 AM

Union Budget 2025: বাজেট পেশের আগে বৈঠক কেন্দ্রীয় পার্লামেন্টে। সেখানেই পাশ হল কেন্দ্রীয় বাজেট। 

1 February 2025, 10:45 AM

Union Budget 2025: বাজেট পেশের আগে সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নির্মলা সীতারামন দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও।

1 February 2025, 10:15 AM

Union Budget 2025: সংসদে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি শীঘ্রই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।

1 February 2025, 10:00 AM

Union Budget 2025: অর্থ মন্ত্রকে প্রতিমন্ত্রী, অর্থ সচিব ও বাজেটের পিছনে থাকা পুরো টিমের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা। এরপর তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সকাল ১০ টা ২৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক হবে, সেখানেই পাশ হলে বাজেট। এরপর সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

1 February 2025, 10:00 AM

Union Budget 2025: এবারে বাজেট পেশে সাদা রঙের শাড়ি বেছে নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! সূক্ষ্ম সোনালি কাজ করা এই শাড়িটির সঙ্গে তিনি লাল ব্লাউজ ও একটি শাল নিয়েছেন ৷

1 February 2025, 09:00 AM

Union Budget 2025: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ইতোমধ্যেই অর্থ মন্ত্রকের কাছে পৌঁছে গিয়েছেন।

1 February 2025, 09:00 AM

Union Budget 2025: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এটি তাঁর রেকর্ড অষ্টম টানা বাজেট।