জানুন আরও কতদিন পুরনো ৫০০, ১০০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন

যাঁরা এখনও পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বদলাতে পারেননি, তাঁদের জন্য সুখবর। এবার পুরনো নোট ব্যবহারের সময়সীমা বেড়ে গেল। সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্প, টোল বুথে আরও কিছুদিন ব্যবহার করতে পারবেন পুরনো নোট।

Updated By: Nov 14, 2016, 01:14 PM IST
জানুন আরও কতদিন পুরনো ৫০০, ১০০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন

ওয়েব ডেস্ক: যাঁরা এখনও পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বদলাতে পারেননি, তাঁদের জন্য সুখবর। এবার পুরনো নোট ব্যবহারের সময়সীমা বেড়ে গেল। সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্প, টোল বুথে আরও কিছুদিন ব্যবহার করতে পারবেন পুরনো নোট।

আরও পড়ুন জানুন স্টেট ব্যাঙ্কে কোনও ব্যক্তি কতবার টাকা বদলাতে পারবেন

২৪ নভেম্বর পর্যন্ত পুরনো ৫০০, ১০০০ টাকার নোট ব্যবহারের সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শুধু সরকারি হাসপাতাল কিংবা পেট্রোল পাম্পই নয়, বেসরকারি এবং রাজ্য সরকারের অন্তর্ভূক্ত সমস্ত ওষুধের দোকানেও চলবে পুরনো নোট। এছাড়া জল এবং বিদ্যুতের বিল মেটানোর ক্ষেত্রেও এই নোট ব্যবহার করা যাবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যরাত পর্যন্ত বৈঠক করার পর অর্থীতি বিষয়ক সচিব শক্তিকান্ত দাস আজ এই ঘোষণা করেন।

আরও পড়ুন নোট বাতিলে দেশজুড়ে সঙ্কটের মাঝে এরাজ্যেই উদ্ধার হল দু কোটি টাকা!

.