কেন্দ্রের সমালোচনায় রাজ্যের সপা নেতৃত্ব
দুর্নীতির প্রশ্নে ঘরে বাইরে চাপে থাকা কেন্দ্রীয় সরকার কোরামিনে চলছে। এর ফলে অন্তর্বর্তী লোকসভা নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির রাজ্য সম্পাদক কিরণময় নন্দ।
Updated By: Mar 25, 2012, 10:02 AM IST
দুর্নীতির প্রশ্নে ঘরে বাইরে চাপে থাকা কেন্দ্রীয় সরকার কোরামিনে চলছে। এর ফলে অন্তর্বর্তী লোকসভা নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির রাজ্য সম্পাদক কিরণময় নন্দ। এদিন কলকাতায় দলীয় দফতরে বসে তিনি দাবি করেন, কংগ্রেস বা বিজেপি নয়, নতুন জোট পরবর্তী কেন্দ্রীয় সরকার তৈরি করবে।
একইসঙ্গে সদ্য বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে চমকপ্রদ ফলের পর লোকসভার বিষয়েও যথেষ্ট আশাবাদী সমাজবাদী পার্টির শীর্ষ নেতা।