কনৌজ উপনির্বাচনে মনোনয়ন পেশ অখিলেশ-পত্নী ডিম্পলের
এক সপ্তাহ আগেই সমাজবাদী পার্টির তরফে আনুষ্ঠানিকভাবে কনৌজ লোকসভা উপনির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। এদিন স্বামী অখিলেশ সিং যাদবের সঙ্গে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে উপনির্বাচনের মনোনয়নপত্র পেশ করলেন ডিম্পল যাদব।
এক সপ্তাহ আগেই সমাজবাদী পার্টির তরফে আনুষ্ঠানিকভাবে কনৌজ লোকসভা উপনির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। এদিন স্বামী অখিলেশ সিং যাদবের সঙ্গে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে উপনির্বাচনের মনোনয়নপত্র পেশ করলেন ডিম্পল যাদব।
উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির বিপুল জয়ের পর গত ১৫ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ। এর পর রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে জয়ী হয়ে কনৌজের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। গত ২৬ মে অখিলেশের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনী যুদ্ধে নামার জন্য পুত্রবধূ ডিম্পলের নাম চূড়ান্ত করেন সমাজবাদী-সুপ্রিমো মুলায়ম সিং যাদব। আগামী ২৪ জুন সমাজবাদী পার্টির এই শক্ত ঘাঁটিতে ভোটগ্রহণ হবে। ভোট গণনা ২৭ মে।
তবে এই প্রথম নয়, ২০০৯-এর নভেম্বর মাসেও উপনির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে ডিম্পলের। কিন্তু সেবার ফিরোজাবাদ কেন্দ্রে মর্যাদার লড়াইয়ে সমাজবাদী পার্টির দলত্যাগী নেতা তথা কংগ্রেস প্রার্থী রাজ বব্বরের কাছে ৮৫,৩৪৩ ভোটে হেরে গিয়েছিলেন তিনি। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে কনৌজ ও ফিরোজাবাদ কেন্দ্রে জয়ী হওয়ার পর ডিম্পলের জন্য পারিবারিক খাসতালুক ফিরোজবাদ ছেড়ে দিয়েছিলেন অখিলেশ। কিন্তু সেখানে কংগ্রেসের চিত্রতারকা প্রার্থীর কাছে অর্ধাঙ্গিনীর অপ্রত্যাশিত পরাজয় রাজনৈতিকভাবে যথেষ্ট বিপাকে ফেলেছিল তাঁকে। তবে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যজুড়ে সমাজবাদী `লহর`-এর পর কনৌজে অনেকটাই সুবিধাজনক অবস্থায় ডিম্পল যাদব । তা ছাড়া ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কনৌজ লোকসভা উপনির্বাচনে মুলায়ম পরিবারের `বহু`র বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ডিম্পলের জয় কার্যত নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।