ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন জগদীশ সিং খেহর

দেশের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নিলেন জগদীশ সিং খেহর। তিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস ঠাকুরের স্থলাভিষিক্ত হলেন। প্রাক্তন প্রধান বিচারপতির সুপারিশেই তাঁকে নিয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Updated By: Jan 4, 2017, 08:27 PM IST
ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন জগদীশ সিং খেহর

ওয়েব ডেস্ক : দেশের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নিলেন জগদীশ সিং খেহর। তিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস ঠাকুরের স্থলাভিষিক্ত হলেন। প্রাক্তন প্রধান বিচারপতির সুপারিশেই তাঁকে নিয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষিত

গতকালই মেয়াদ শেষ হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস ঠাকুরের কা‌র্যকালের। প্রথা মেনে পর দিনই শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চকে নেতৃত্বে ছিলেন বিচারপতি জগদীশ সিং খেহর। সাত মাস প্রধান বিচারপতির পদে থাকবেন বিচারপতি খেহর। ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নি‌যুক্ত হয়েছিলেন তিনি।

.