TOP NEWS: জয়ললিতার ৪ বছরের জেল, ১০০ কোটি জরিমানা
কড়া শাস্তি তামিলনাডু মুখ্যমন্ত্রী জয়ললিতার। হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার দায়ে জেলে যেতে হবে আম্মাকে। তাঁকে ৪ বছরের জেল ও ১০০ কোটি টাকা জরিমানার সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।
![TOP NEWS: জয়ললিতার ৪ বছরের জেল, ১০০ কোটি জরিমানা TOP NEWS: জয়ললিতার ৪ বছরের জেল, ১০০ কোটি জরিমানা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/27/29504-jaya-gfx.jpg)
LIVE UPDATE:
৫টা ৫৭: জেলে গিয়েই অসুস্থ হয়ে পরছেন তামিলনাডু মুখ্যমন্ত্রী। নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
৫টা ৫৬: হেফাজতে নেওয়া হল জয়ললিতা।
৫টা ২৭: অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কিছু AIDMK সমর্থককে গ্রেফতার করল পুলিস।
৫টা ২০: আমরা দুর্নীতির সঙ্গে লড়তে পারব। এটাই দেশের কাছে বার্তা গেল। কেউই আইনের উর্ধে নয়। মন্তব্য বিজেপি নেতা সুভ্রবহ্মম স্বামীর।
৫টা ২০: রায় ঘোষণার পর তীব্র অশান্তির খবর চেন্নাইয়ে। সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন। চড়াও হন বিরোধী ডি এম কে নেতা করুণানিধির বাড়িতেও। জয়ললিতার সাজার জন্য বিরধী ডি এম কেই দায়ী করছেন তাঁরা।
৫টা ১৯: তাঁর পরে মুখ্যমন্ত্রী কে? তা নিয়ে আলোচনা দলের অন্দরে।
৫টা ১৯: আজই ইস্তফা দিতে পারেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।
৫টা ১৮: ১০ বছর নির্বাচন লড়তে পারবেন না আম্মা। খারিজ করা হল তাঁর বিধায়ক পদ।
বেঙ্গালুরু: কড়া শাস্তি তামিলনাডু মুখ্যমন্ত্রী জয়ললিতার। হিসাব বহির্ভুত সম্পত্তি রাখার দায়ে জেলে যেতে হবে আম্মাকে। তাঁকে ৪ বছরের জেল ও ১০০ কোটি টাকা জরিমানার সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।
আম্মাকে দোষী সাব্যস্ত করার খবর ছড়িয়ে পরতেই উত্তেজনা ছড়িয়েছে গোটা তামিলনাডু জুড়ে। বিভিন্ন জেয়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। বেশ কিছু বাসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দিয়েছে AIDMK-র সমর্থকরা।
আয় বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাবস্ত্য করা হল তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। বেঙ্গালুরুর বিশেষ আদালত দুর্নীতি সংক্রান্ত একটি ম মামলায় জয়ললিতার বিরুদ্ধে এই রায় দিয়েছে। দোষী করা হয়েছে মুখ্যমন্ত্রীর বান্ধবী শশীকলা ও আরও একজনকে।