মোবাইল গেমে ম্যালওয়ারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা তথ্য জেনে নিচ্ছে ISI!

মোবাইল গেমের মাধ্যমে ম্যালওয়ার দিয়ে ভারতের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য এবার জানার চেষ্টায় ISI। সম্প্রতি গোয়েন্দা দফতরের এক রিপোর্টে এমনই আশঙ্কার কথা জানানো হয়েছে।

Updated By: Dec 14, 2016, 04:01 PM IST
মোবাইল গেমে ম্যালওয়ারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা তথ্য জেনে নিচ্ছে ISI!

ওয়েব ডেস্ক : মোবাইল গেমের মাধ্যমে ম্যালওয়ার দিয়ে ভারতের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য এবার জানার চেষ্টায় ISI। সম্প্রতি গোয়েন্দা দফতরের এক রিপোর্টে এমনই আশঙ্কার কথা জানানো হয়েছে।

কী সেই আশঙ্কা?

টপগান, টকিং ফ্রোগ, ভিডেজাঙ্কি-র মত কতগুলি জনপ্রিয় মোবাইল গেমকে হাতিয়ার করে ISI ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বের করার চষ্টা করেছে। শুধুমাত্র এই কাজই নয়, ভারতের প্রাক্তন সেনাকর্মীদের অনেককেই নানা ভাবে প্রলোভন দেখিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আজ লোকসভায় এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরী।

কয়েকটি গোমিং, ভিডিও ও মিউজিক অ্যাপকে কাজে লাগিয়েই তারা এই কাজ করছে বলে গোয়েন্দা দফতরের তদন্তে উঠে এসেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৩ থেকে ১০১৬ সালের মধ্যে ৭ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ISI-কে সাহায্য করার অভিযোগ রয়েছে।

গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট পাওয়ার পরই এবার প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নিয়েছে ভারতর।

.