অসহিষ্ণুতা ইস্যুতে দিল্লিতে বুদ্ধিজীবীদের মিছিল, নেতৃত্বে অনুপম খের

এরাজ্যে পালাবাদলের আগের ছবি এবার দিল্লিতে। অসহিষ্ণুতা ইস্যুতে আড়াআড়ি দ্বিধাবিভক্ত বুদ্ধিজীবী শিবির। ক্ষমতায় আসার ১৭ মাসের মধ্যেই মোদীর পক্ষে এই প্রথম বুদ্ধিজীবীদের মিছিল দেখল রাজধানী। ন্যাশনাল মিউজিয়ম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল। নেতৃত্বে অভিনেতা অনুপম খের। এর আগে অসহিষ্ণুতা ইস্যুতে শিল্পী, সাহিত্যিকদের পুরস্কার ফেরানোর প্রতিবাদ করেছিলেন তিনি। আজ অনুপম খেরের সঙ্গে মিছিলে পা মেলান পরিচালক মধুর ভাণ্ডারকর, গায়ক অভিজিত্‍ সহ সমাজের বিভিন্ন লেখক, শিল্পীরা। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক প্রিয়দর্শনও এই মিছিলে অংশ নেন। অসহিষ্ণুতা ইস্যুতে বুদ্ধিজীবীমহল যে একেবারে দুভাগ, আজকের RALLY থেকে আজ তা স্পষ্ট।

Updated By: Nov 7, 2015, 09:43 PM IST
অসহিষ্ণুতা ইস্যুতে দিল্লিতে বুদ্ধিজীবীদের মিছিল, নেতৃত্বে অনুপম খের

ওয়েব ডেস্ক: এরাজ্যে পালাবাদলের আগের ছবি এবার দিল্লিতে। অসহিষ্ণুতা ইস্যুতে আড়াআড়ি দ্বিধাবিভক্ত বুদ্ধিজীবী শিবির। ক্ষমতায় আসার ১৭ মাসের মধ্যেই মোদীর পক্ষে এই প্রথম বুদ্ধিজীবীদের মিছিল দেখল রাজধানী। ন্যাশনাল মিউজিয়ম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল। নেতৃত্বে অভিনেতা অনুপম খের। এর আগে অসহিষ্ণুতা ইস্যুতে শিল্পী, সাহিত্যিকদের পুরস্কার ফেরানোর প্রতিবাদ করেছিলেন তিনি। আজ অনুপম খেরের সঙ্গে মিছিলে পা মেলান পরিচালক মধুর ভাণ্ডারকর, গায়ক অভিজিত্‍ সহ সমাজের বিভিন্ন লেখক, শিল্পীরা। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক প্রিয়দর্শনও এই মিছিলে অংশ নেন। অসহিষ্ণুতা ইস্যুতে বুদ্ধিজীবীমহল যে একেবারে দুভাগ, আজকের RALLY থেকে আজ তা স্পষ্ট।

অনুপম শিবিরের দাবি, দেশে সহিষ্ণুতার ভাল বাতাবরণ রয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ এমন কাজ করছেন, যে বিশ্বের দরবারে খাটো হচ্ছে ভারতের উদার ভাবমূর্তি।  একথা বলে অনুপম শিবির পুরস্কার ফেরত দেওয়া শিল্পী, সাহিত্যিকদেরই খোঁচা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

.