Men Turns into Goat: 'জাদুবলে মহিলারা পুরুষদের ছাগল বানিয়ে দেয়'! ইউটিউবারের বিস্ফোরক দাবিতে তোলপাড়...
Abhishek Kar: মহিলারা পুরুষদের ছাগল বা অন্য প্রাণীতে পরিণত করে দেয়, বিস্ফোরক মন্তব্য করে বসেন ইনফ্লুয়েন্সার অভিষেক কর। ভাইরাল ভিডিয়ো দেখে ক্ষিপ্ত অসমের মুখ্যমন্ত্রী। নিলেন কড়া ব্যবস্থা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের মহিলারা যে তন্ত্র-সাধনা করেন, এই কথা আগেও শোনা গিয়েছে। এই নিয়েই জনপ্রিয় অর্থনৈতিক ইনফ্লুয়েন্সার অভিষেক কর বিস্ফোরক মন্তব্য করে বসেন। যার জেরে আইনি জটিলতার মধ্যে পড়তে হয় তাঁকে। অভিষেক কর একটি পডকাস্টে অসমের মহিলাদের নিয়ে কিছু মন্তব্য করেন। যেটা ভাইরাল হওয়ার পর অসম পুলিসের চোখে পড়ে। শুধু তাই নয়, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর উপর ক্ষেপে লাল হয়ে যান। এমনকী অভিষেকের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পডকাস্টের ভাইরাল ক্লিপটিতে দেখা যায়, অভিষেক দাবি করেন যে, অসমের এমন একটি গ্রাম রয়েছে যেখানে মহিলারা শক্তিশালী তন্ত্র-সাধনা করে। সেখানে পুরুষদের ছাগল বা অন্য প্রাণীতে পরিণত করে দেওয়া হয়। তারপর রাতে ওই মহিলারা আবার তাদের পুনরায় পুরুষে পরিণত করে। তারপর নিজেদের জাদুবলে তাদের সঙ্গে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।
A video from a YouTube channel ,named Riya Upreti, is in circulation where an individual named Abhishek Kar is seen making unacceptable comments on Assam's history and traditions.
Appropriate action may be initiated against the said individual for spreading misinformation.… pic.twitter.com/NBpJSTWwMC
— Chief Minister Assam (@CMOfficeAssam) January 10, 2025
আরও পড়ুন:Chhole Bhature Vendor Death: ছোলা সেদ্ধ বসিয়ে ঘুম! ধোঁয়ায় ঢাকল ঘর, মৃত ২...
অভিষেক অসমের মরিগাঁও জেলার মায়ং সম্পর্কে কথা বলেছেন। জায়গাটি তার রহস্যময় অনুশীলন এবং তন্ত্র সাধনার জন্য পরিচিত। যদিও এই সাধনা ওষুধ এবং রোগ নিরাময়ের জন্য করা হয়। কীভাবে এই তন্ত্র সাধনা করা হয়, সেটার দেখানোর জন্য মায়ংবাসীরা একটি জাদুঘর তৈরি করেছে। যদিও এই সব তথ্য সত্যি কিনা, তা জানার জন্য় অভিষেক তাঁর দর্শকের গুগল থেকে জানার পরামর্শও দিয়েছেন।
অন্যদিকে, অভিষেক এই দাবির পর অসমের ডিজিপি জিপি সিং আশ্বাস দিয়েছেন যে আসাম সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্য়বস্থা নেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, 'রিয়া উপ্রেতি নামে একজনের ইউটিউব চ্যানেলের ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। যেখানে অভিষেক কর এক ব্যক্তি অসমের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, যা গ্রহণযোগ্য নয়। ভুল তথ্য ছড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'
প্রসঙ্গত, অভিষেক কর খুবই জনপ্রিয় একজন অর্থনৈতিক ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর তিন মিলিয়ন ফলোয়ার। তিনি অসমের ঐতিহ্য, ইতিহাস এবং রীতি, আচার-অনুষ্ঠান নিয়ে ভ্লগ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)