তামিলনাড়ুতে আক্রান্ত শ্রীলঙ্কার পুণ্যার্থীরা, নিরাপত্তার আশ্বাস ভারতের

এদেশের মাটিতে শ্রীলঙ্কার পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল ভারত সরকার। তামিলনাড়ুতে শ্রীলঙ্কার নাগরিকদের ওপর হামলা হওয়ার ঘটনায় রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রও চিন্তা ব্যক্ত করেছে।

Updated By: Sep 4, 2012, 10:26 PM IST

এদেশের মাটিতে শ্রীলঙ্কার পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল ভারত সরকার। তামিলনাড়ুতে শ্রীলঙ্কার নাগরিকদের ওপর হামলা হওয়ার ঘটনায় রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রও চিন্তা ব্যক্ত করেছে। মঙ্গলবার শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে সেদেশের পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয় তামিলনাড়ুতে না যাওয়ার জন্য। এর পরই ভারতের তরফে এই আশ্বাসবাণী দেওয়া হয়েছে।
এই ঘটনায় বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, "আমরা সংশিষ্ট রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, শ্রীলঙ্কার পর্যটক ও আতিথিদের নিরাপত্তার দায়িত্ব নেবে সরকার"।
গতকয়েকদিন ধরেই তামিলনাড়ুতে শ্রীলঙ্কার পর্যটক, খেলোয়াড়, পুণ্যার্থী বিরোধী দাবিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিদেশিরা। জয়ললিতা সরকারের নির্দেশে ভারতে খেলতে আসা ফুটবল দল ফিরে যাওয়ার দু`দিনের মধ্যে মঙ্গলবার শ্রীলঙ্কা পুণ্যার্থীদের পাঁচটি বাসে হামলা চালানো হয়।

.