Indian Missile: শব্দের থেকে ৫ গুন গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সেরে ফেলল ভারত, চমকে দেবে এর পাল্লা

Indian Missile: দুনিয়ার বেশ কয়েকটি দেশের হাতে রয়েছে এই হাইপারসনিক মিসাইল। মনে করা হয় রাশিয়া ও চিনের হাতে এই ধরনের মিসাইল রয়েছে

Updated By: Nov 17, 2024, 03:34 PM IST
Indian Missile: শব্দের থেকে ৫ গুন গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সেরে ফেলল ভারত, চমকে দেবে এর পাল্লা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এবার আরও এক মাইলফলক। রবিবার ওড়িশা উপকুল থেকে একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেল এক বার্তায় জানিয়েছেন, ওড়িশা উপকুলে আবদুল কালাম দ্বীপ থেকে একটি দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। দুনিয়ার মুষ্টিমেয় কিছু দেশের হাতে রয়েছে এই প্রযুক্তি। সেই এলিক ক্লাবে ঢুকে গেল ভারত।

আরও পড়ুন-ফের আক্রমণের ছক লস্করের? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি...

জানা যাচ্ছে বিভিন্ন ওজনের পে লোড নিয়ে এই শব্দের থেকে দ্রুত গতি সম্পন্ন এই মিসাইল আঘাত হানতে পারে ১৫০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে। হাইপারসনিক মিসাইলের গতি শব্দের চেয়েও ৫ গুন। এই গতিকে ম্যাচ ৫ গতিও বলা হয়। সেকেন্ডে ১ মইল পথ পাড়ি দিতে পারে এই মিসাইল। এটির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হল এটিকে নিয়ন্ত্রণ করা যায়।

দুনিয়ার বেশ কয়েকটি দেশের হাতে রয়েছে এই হাইপারসনিক মিসাইল। মনে করা হয় রাশিয়া ও চিনের হাতে এই ধরনের মিসাইল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগেই এই ধরনের মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। এবছর মে মাসেই তারা লকহিড মার্টিনকে ৭৫৬ মিলিয়ন ডলার দিয়ে এই ধরনের অস্ত্র তৈরির বরাত দিয়েছে।

২০২২ সালে রাশিয়া ঘোষণা করেছিল ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে তারা একটি হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। ওই মিসাইল ব্যবহার করে তারা ইউক্রেনের একাধিক গোপন অস্ত্র ভান্ডার ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ইরান ও ইজরায়েল এই ধরনের মিসাইল তৈরিতে হাত লাগিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.