সরকারি কর্মীরা কথা না শুনলে বাঁশপেটা করুন, জনতাকে পরামর্শ মন্ত্রী Giriraj-এর

কখনও কাশ্মীর নিয়ে, কখনও ৩৭০ ধারা, কখনও তালাক বিতর্ক নিয়ে খবরে এসেছেন এই বিজেপি সাংসদ

Updated By: Mar 7, 2021, 06:11 PM IST
সরকারি কর্মীরা কথা না শুনলে বাঁশপেটা করুন, জনতাকে পরামর্শ মন্ত্রী Giriraj-এর

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীরা কথা না শুনলে বাঁশপেটার নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। নিজের লোকসভা কেন্দ্র বেগুসরাইয়ে এহেন মন্তব্য করে ফের বিতর্ক তৈরি করলেন গিরিরাজ সিং।

আরও পড়ুন-'দেখো আমি বাড়ছি মাম্মি', অভিনব কাটআউটে মূল্যবৃদ্ধির প্রতিবাদ মমতার

শনিবার বেগুসরাইয়ের(Begusarai) এক সভায় গিরিরাজ বলেন, 'সাধারণ মানুষকে বলি ছোটখাটো ব্যাপার নিয়ে আপনারা আমার কাছে আসেন কেন? দেশের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, ডিএম, এসডিও, বিডিও সাধারণ মানুষের কথা শুনতে বাধ্য। তাদের সে জন্যই নিয়োগ করা হয়েছে। যদি তাঁরা আপনাদের কথা না শোনেন তাহলে দুহাতে বাঁশ তুলে ওদের মাথায় মারুন।' গিরিরাজের ওই কথা শুনে উল্লাসে ফেটে পড়ে জনতা।

আরও পড়ুন-দিদি হিসেবে বেছেছিল আপনাকে, ভাইপোর পিসি হয়েই থাকলেন: Modi

বরাবরই বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত গিরিরাজ(Giriraj singh)। কখনও কাশ্মীর নিয়ে, কখনও ৩৭০ ধারা, কখনও তালাক বিতর্ক নিয়ে খবরে এসেছেন এই বিজেপি সাংসদ। এদিন তিনি আরও বলেন, ওই বাঁশপেটার পরও যদি কোনও কাজ না হয় তাহলে জানবেন আমি আপনাদের পাশে রয়েছি। 

গিরিরাজের ওই মন্তব্যকে অবশ্য ভালোভাবে নেননি নীতীশ কুমার। এনিয়ে তিনি বলেন, কেন উনি এসব কথা বলেছেন তা ওঁকেই জিজ্ঞাসা করুন। মারধর করব বলাটা কি ঠিক? ওঁর কাছেই জানুন না।

.