ইনস্টাগ্রামে পোস্ট করে আত্মহত্যা, নিজের জীবন শেষের মুহূর্তে চলল লাইভ ভিডিও-ও
ওয়েব ডেস্ক : ফের সোশ্যাল সাইটে প্রমাণ রেখে নিজের জীবন শেষ করে দিলেন এক ছাত্রী। এবার হাতিয়ার ইনস্টাগ্রাম। জনপ্রিয় ওই সোশ্যাল সাইটে শেষ পোস্ট শেয়ার করে আত্মহত্যা করলেন হায়দরাবাদের এক ছাত্রী। সেই সঙ্গে ইনস্টা পোস্টে লিখে রেখে গেলেন, ‘আই অ্যাম অ্যাফরেড টু বি হ্যাপি’, অর্থাত খুশি থাকতে ভয় পান। এরপর ওই ছাত্রী আরও লেখেন, তিনি তাঁর জীবন নিয়ে ভাল ছিলেন, কিন্তু, মানুষ কেন তাঁর ভাল থাকা নিতে পারছে না? প্রতি মুহূর্তে তাঁর জীবন আরও খারাপ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিস সূত্রে খবর, হায়দরাবাদের ওই ছাত্রীর নাম সি মনিকা। বছর ২১-এর ওই ছাত্রী বিটেক ফাইনাল ইয়ারে পড়ছিলেন। শুধু তাই নয়, মায়ের বকুনির জেরেই ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলেও জানা যচ্ছে।
আরও পড়ুন : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে ভারতীয় সেনা, দেখুন ভিডিও
তবে এই প্রথম নয়, হায়দরাবাদের আরও এক ব্যক্তি মুঠোফোনে বিভিন্ন প্রমাণ বন্দি করে আত্মহত্যা করেন। বেশ কিছু আত্মীয় অর্থের জন্য বহুদিন ধরে তাঁকে জবরদস্তি করছিলেন। মুঠোফোনে সেই অভিযোগ বন্দি করেই আত্মহত্যা করেন শায়েদ হুসেন নামে ওই ব্যক্তি। আত্মহত্যা লাইভ ভিডিও রেকর্ড করেন ওই ব্যক্তি।
সায়েদের ওই সুইসাইড নোটের উপর নির্ভর করেই পুলিস অভিযুক্তদের গ্রেফতার করে।