কেন মুক্ত হুরিয়ত নেতা মাসারাত আলাম? জম্মু-কাশ্মীর সরকারের কাছে রিপোর্ট দাবি কেন্দ্রের

হুরিয়ত নেতা মাসারাত আলমের মুক্তি নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্র। কেন হুরিয়ত নেতাকে মুক্তি, তা নিয়ে রবিবারই জম্মু কাশ্মীর সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবারই মাসারাত আলমকে মুক্তি দেয় জম্মু কাশ্মীরের মুফতি মহম্মদ সৈয়দের সরকার।

Updated By: Mar 9, 2015, 08:46 AM IST
কেন মুক্ত হুরিয়ত নেতা মাসারাত আলাম? জম্মু-কাশ্মীর সরকারের কাছে রিপোর্ট দাবি কেন্দ্রের

শ্রীনগর: হুরিয়ত নেতা মাসারাত আলমের মুক্তি নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্র। কেন হুরিয়ত নেতাকে মুক্তি, তা নিয়ে রবিবারই জম্মু কাশ্মীর সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবারই মাসারাত আলমকে মুক্তি দেয় জম্মু কাশ্মীরের মুফতি মহম্মদ সৈয়দের সরকার।

এ নিয়ে অস্বস্তি বেড়েছে পিডিপির জোট সঙ্গী বিজেপির। জম্মু-কাশ্মীরে বিজেপি প্রেসিডেন্ট যুগল কিশোর জানিয়েছেন তাঁদের দল মোটেও আলমের মুক্তি সমর্থন করছেন না। এ বিষয়ে যে তাঁরা জোট সঙ্গী পিডিপি-এর থেকে ভিন্নমত পোষণ করেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন।

বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করেছে। যদিও বিজেপির বিধায়করা সাফ জানিয়েছেন এই বিষয়ে বিরোধীতা করলে তাঁদের জোট সরকার যদি ক্ষতিগ্রস্থ হয় তাতেও তারা আলমের মত 'ভয়ঙ্কর জঙ্গি'-র ফের গ্রেফতারির দাবি থেকে সরছেন না।

.